1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল ফুটবলে নারী এবং পুরুষ সমান

৩ সেপ্টেম্বর ২০২০

ব্রাজিলের ফুটবল খেলায় নারী এবং পুরুষ সমান বেতন পাবে বলে ঘোষণা করেছে সে দেশের ফুটবল ফেডারেশন৷

https://p.dw.com/p/3hxGd
ছবি: picture-alliance/DPPI media/A2M Sport Consulting/A. Massinon

ব্রাজিলের ফুটবল ফেডারেশন বুধবার ঘোষণা করেছে, যেসব দেশে নারী এবং পুরুষ ফুটবল খেলোয়াড়কে সমান বেতনদেওয়ার পলিসি রয়েছে তাদের মধ্যে এখন ব্রাজিলও একটি৷ ফেডারেশনের প্রেসিডেন্ট রোজারিও কাবক্লো বলেন, ‘‘নারী এবং পুরুষ খেলোয়াড়দের ক্ষেত্রে বেতন ও পুরস্কার সমান ভাগ হবে, ফুটবল খেলায় নারী পুরুষের মতোই সমান উপার্জন করবে৷ এর মধ্য দিয়ে ব্রাজিলের ফুটবল খেলায় নারী, পুরুষের লিঙ্গগত পার্থক্য আর থাকবে না৷’’

ফলে অপেক্ষাকৃত কম পরিচিত নারী খেলোয়াড়েরাও সমান বেতন এবং পুরস্কারমূল্য পাবেন আন্তর্জাতিক তারকা নেইমার, থিয়াগো সিলভা, রবার্তো ফিরমিনো এবং অন্যান্যের মতো৷

ফেডারেশন জানায়, এই পদক্ষেপের ফলে আগামী বছর টোকিও অলিম্পিক ও বিশ্বকাপে অংশ নেওয়া পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের মতো নারীরা সমান টাকা পাবেন৷

কয়েকমাস আগে অ্যামেরিকায় নারী, পুরুষের সমান বেতনের জন্য আদালতে আবেদন করা হলে তা নাকচ হয়ে যায়৷

যে দেশগুলো ফুটবল খেলায় নারী এবং পুরুষদের সমান বেতন দেয় তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নরওয়ে এবং নিউজিল্যান্ড৷

সিরাত চাব্বা/এনএস