1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে অনশন ধর্মঘট

হাইনের কিজেল/এসি১৭ অক্টোবর ২০১৩

দুনিয়া যখন লাম্পেডুসা উদ্বাস্তুদের ভাগ্য নিয়ে বিস্মিত, বিড়ম্বিত, তখন জার্মানিতে যাঁরা এসে পৌঁছেছেন, সেই উদ্বাস্তু ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীরাও তাঁদের ভাগ্যটা জানান দেবার চেষ্টা করছেন – অনশন ধর্মঘট করে৷

https://p.dw.com/p/1A1Un
ছবি: picture-alliance/dpa

সম্ভবত লাম্পেডুসার কারণেই: জার্মানিতে সম্প্রতি সরকারের রাজনৈতিক আশ্রয় দেবার নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের সংখ্যা বেড়েছে, যেমন বেড়েছে সেই প্রতিবাদের উগ্রতা৷ তার সর্বশেষ নমুনা বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণে প্রায় ৩০ জন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর অনশন ধর্মঘট

প্লাস্টিকের শিট আর ছাতা দিয়ে কোনোমতে খাড়া করা কয়েকটা মাথা গোঁজার মতো তাঁবু; সেখানে ক্যাম্পিং ম্যাট পেতে শুয়ে থাকেন এই ধর্মঘটিরা, যেমন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে আসা আকিলি জুল জাভা৷ জাভা তাঁর চামড়ার ওভারকোট গায়ে দিয়েই শুয়ে আছেন৷

‘‘আট দিন ধরে কিছু খাইনি, তিন দিন ধরে পানি পর্যন্ত খাইনি৷ আমার খুব দুর্বল লাগছে,'' বললেন জাভা৷ তাঁর মতো আরো ২৩ জন এই অনশন ধর্মঘটে সামিল৷ এর আগের দিনই আরো তিনজন ধর্মঘটিকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে৷ ‘‘আমাদের দাবি একটাই: আমরা মানুষের মতো আচরণ চাই৷ যেখানে ইচ্ছে যেতে চাই৷ কাজ করার অনুমতি চাই,'' বলেন জাভা৷

Montagsdemonstration gegen Fluglärm
লাম্পেডুসা উদ্বাস্তুরা তাঁদের ভাগ্যটা জানান দেবার চেষ্টা করছেন অনশন ধর্মঘট করেছবি: picture-alliance/dpa

অনশন ধর্মঘটিদের অবস্থা ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে৷ ক্রমেই আরো বেশি ধর্মঘটি ক্লান্তি ও দুর্বলতায় ভেঙে পড়ছেন, অথচ অ্যাম্বুলেন্স এলেও তাঁরা যেতে চান না, কোথায় নিয়ে যাবে, সেই ভয়ে৷ এঁরা এসেছেন বাভারিয়া থেকে৷ এর আগে তাঁরা বাভারিয়ার রাজধানী মিউনিখে একটি অনুরূপ প্রতিবাদ শিবিরের আয়োজন করেছিলেন৷ পুলিশ সেটা ভেঙে দেওয়ার পর তাঁরা বার্লিনে আসেন৷

লাম্পেডুসার কাছে উদ্বাস্তুদের বোট ডুবে তিন শতাধিক মানুষের মৃত্যুর পর জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বিক্ষোভ-প্রতিবাদ যেন আরো উগ্র হয়ে উঠেছে: হামবুর্গে এ ধরনের প্রতিবাদ অবশেষে দাঙ্গায় পর্যবসিত হয়েছে; কোলোন শহরে বিক্ষোভকারীরা একটি টেলিভিশন কেন্দ্র দখল করার চেষ্টা করেছে৷ বার্লিনের স্বরাষ্ট্র সেনেটর ফ্রাংক হেঙ্কেল সম্ভবত ঐ ধরনের সহিংসতা এড়ানোর জন্য ব্রান্ডেনবুর্গ তোরণের প্রতিবাদ শিবিরটি পুলিশ পাঠিয়ে ভেঙে দেওয়া হবে না বলে জানিয়েছেন৷

স্থানীয় ও ফেডারাল রাজনীতিকরা এই প্রতিবাদ শিবিরে এসে ধর্মঘটীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের অন্তত কিছু পান করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ ‘‘নয়ত এই প্যারিসার প্লাটৎসে শীঘ্রই একটি মৃতদেহ পড়ে থাকতে পারে,'' বলে সবুজ দলের সাংসদ কানান বায়রাম মন্তব্য করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য