1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের প্রিন্স চার্লস করোনা আক্রান্ত

২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন গ্রেট ব্রিটেনের যুবরাজ চার্লস৷ বতার কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন৷ ৭১ বছর বয়সি চার্লস স্কটল্যান্ডে একটি রাজকীয় বাসভবনে স্বেচ্ছায় কোয়রান্টিনে রয়েছেন বলেও জানানো হয়েছে৷

https://p.dw.com/p/3a1E0
ছবি: picture-alliance/dpa/PA-Wire/J. King

চার্লস করোনায় আক্রান্ত হলেও তার ৭১ বছর বয়সি স্ত্রী কামিলার শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি৷ যুবরাজের কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘‘যুবরাজের শরীরে মৃদু উপসর্গ দেখা দিলেও সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন৷ বাসা থেকেই তিনি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন৷''

স্কটল্যান্ডে ন্যাশনাল হেলথ সার্ভিস যুবরাজের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিতে এ পরীক্ষা করে৷ সংস্থাটি জানিয়েছে, যুবরাজের শরীরে কার সংস্পর্শে এ ভাইরাস এসেছে, তা নিশ্চিত করা সম্ভব নয়৷ গত কয়েক সপ্তাহে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন চার্লস৷

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, রানি এলিজাবেথ উইন্ডসরে তার বাসাতেই অবস্থান করছেন৷ তিনি বলেন, ‘‘রানির স্বাস্থ্য ভালো রয়েছে৷ ১২ মার্চ যুবরাজের সঙ্গে সামান্য সময়ের জন্য দেখা হয়েছিল রানির৷ এখন তিনি বিশেষজ়্দের পরামর্শ মেনে চলছেন৷''

১২ মার্চই সবশেষ জনসমক্ষে আসেন যুবরাজ চার্লস৷ বেশ কয়েকটি ব্যক্তিগত বৈঠকে অংশ নেন তিনি৷ সেসব বৈঠকে অংশ নেয়া ব্যক্তিদের চার্লসের শরীরে করোনার উপস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে তার কার্যালয়৷

এডিকে/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য