1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের রাণীও হাজির ফেসবুকে

৮ নভেম্বর ২০১০

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথও বিশ্বকে তাক লাগিয়ে যোগ দিচ্ছেন ফেসবুকে৷ নতুন প্রযুক্তি’র দিকে রাণী বরাবরই অনুরক্তা৷ তাই, সোমবার থেকে বাকিংহাম প্যালেস চালু করছে রাণীর আনুষ্ঠানিক ফেসবুক পাতা৷

https://p.dw.com/p/Q1Cx
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথছবি: AP

পাতার নাম ‘দ্য ব্রিটিশ মনার্কি'৷ যার অর্থ হচ্ছে ‘ব্রিটেনের রাজতন্ত্র'৷ এই নামের পাতায় থাকছে কিছু বিশেষত্ব৷ যেমন রাণী দ্বিতীয় এলিজাবেথকে কেউ ফেসবুকের ভাষায় ‘পোক', বা বাংলায় ডিজিটাল ‘খোঁচা' মারতে পারবেন না৷ পারবেন না কেউ বন্ধু বানাতে৷ আরো সহজ করে বললে, রাণীর এই পাতাটি কোন ব্যক্তিগত প্রোফাইল হিসেবে কাজ করবে না৷

তবে, শুধু ফেসবুকের ‘লাইক' এপ্লিকেশন চালু থাকছে রাণীর পাতায়৷ তাই যেকেউ যখন তখন রাণীকে ‘লাইক' করতে পারবেন৷ জানতে চাইছেন, কি থাকবে এই পাতায়? পত্রিকাগুলো আগাম যে খবর দিচ্ছে, তাতে রাণীর নিত্যদিনের নানা খবর, ছবি, ভিডিও এবং রাণী নিজেও নিয়মিত জায়গা পাবেন ফেসবুকে৷ সঙ্গে প্রতিদিনের কর্মকাণ্ডের নানা তথ্যও যোগ হবে৷ অবশ্য শুধু রাণীই নন, রয়্যাল পরিবারের বাকি সদস্যদের খবরও জানা যাবে এই পাতা থেকে৷

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ফেসবুকে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রাণীর বেশকিছু অনানুষ্ঠানিক পাতা৷ রয়েছে দ্য ব্রিটিশ মনার্কি নামক আরেকটি পাতা, যেখানে ভক্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি৷

উল্লেখ্য, ফেসবুকে রাষ্ট্রপ্রধানদের এই অবস্থান নতুন নয়৷ অ্যামেরিকার নির্বাচনের আগেই ফেসবুকের কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পান বারাক ওবামা৷ মার্কিন এই প্রেসিডেন্টের ফেসবুক পাতায় বর্তমানে ভক্তের সংখ্যা এক কোটি ছাপ্পান্ন লাখ সাত হাজার পঁয়তাল্লিশ জন৷ প্রতি মুহূর্তেই বাড়ছে এই সংখ্যা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান