1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে জোট সরকার গঠনে আলোচনা চলছে

৮ মে ২০১০

ব্রিটেনে নির্বাচন শেষ হলো দুদিন আগে৷ কিন্তু এখনো ঠিক জানা যাচ্ছেনা, কে হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী৷ এ নিয়ে এখন চলছে আলোচনা৷ এভাবেই কেটে যেতে পারে আরও কয়েকটা দিন৷

https://p.dw.com/p/NJOL

লিবারেল ডেমোক্র্যাট বা ‘লিব ডেম'৷ নির্বাচনে দলটির স্থান তৃতীয়৷ কিন্তু তাতে কি? তারাই এখন আলোচনায় সবচেয়ে বেশি৷ কারণ নির্বাচনে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ আর তাই সরকার গঠন করতে শীর্ষ দুই দলেরই প্রয়োজন তাদেরকে৷

ইতিমধ্যে সর্বোচ্চ আসন পাওয়া কনজারভেটিভ দল আলোচনার আমন্ত্রণ জানিয়েছে লিব ডেম'কে৷ উদ্দেশ্য জোট সরকার গঠন৷ কনজারভেটিভ দলের প্রধান ডেভিড ক্যামেরন বলেছেন, ‘‘আমি মনে করি, দুই দলের নির্বাচনী ইশতেহারে বেশ কিছু মিলের বিষয় রয়েছে৷ আর যে বিষয়গুলোতে অমিল আছে, সেগুলো জাতীয় স্বার্থে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব৷''

Großbritannien Wahlen David Cameron Konservative
ডেভিড ক্যামেরন: পরবর্তী প্রধানমন্ত্রী?ছবি: AP

ওদিকে লিব ডেমের প্রধান নিক ক্লেগ একটি শক্তিশালী সরকার গঠনের উপর জোর দিচ্ছেন৷ তিনি বলছেন, ‘‘নির্বাচনের ফল দেখে আমার মনে হচ্ছে, একটি স্থায়ী সরকার গঠনের জন্য রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের মধ্যে আলোচনা করা৷''

আর এই আলোচনাই চলছে এখন৷ গতরাতেই দুই দলের শীর্ষ নেতারা এক দফা আলোচনা করেছেন৷ এরপর আজ সকালে নিক ক্লেগ কনজারভেটিভ দলের প্রস্তাব নিয়ে তাঁর দলের শীর্ষস্থানীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন৷ এরপর তাঁর আলোচনা করার কথা সব সাংসদ ও দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে৷ জোট গঠনের সিদ্ধান্ত নেয়ার আগে নিক ক্লেগকে এদের কাছ থেকে সম্মতি নিতে হবে৷ ইতিমধ্যে অনেক লিব ডেম সাংসদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, জোট গঠন করার জন্য হয়তো তাদেরকে অনেক নীতি থেকে সরে আসতে বাধ্য করা হতে পারে৷

এদিকে নিক ক্লেগ বলছেন যে, কনজারভেটিভদের সঙ্গে আলোচনায় চারটি বিষয় প্রাধান্য পাবে৷ এগুলো হলো কর, শিক্ষা, অর্থনীতির পুনরুদ্ধার ও রাজনৈতিক সংস্কার৷ তবে একটি বিষয়ে দুদলের ঐক্যমতে পৌঁছাতে বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে৷ আর সেটি হলো বাজেট ঘাটতি৷ কারণ, কনজারভেটিভরা চায় সরকার গঠনের পরপরই বাজেট ঘাটতি কমানোর কাজ শুরু করে দিতে৷ কিন্তু লিব ডেম মনে করে এর ফলে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে৷

এদিকে অন্য একটি খবরে জানা গেছে যে, প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের লেবার দলের সাংসদরা নাকি লিব ডেমের সাংসদের বোঝাচ্ছেন যে, কনজারভেটিভদের সঙ্গে জোট করলে তাদের অনেক মূল্য দিতে হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন