1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিসবেন টেস্ট ড্র

২৯ নভেম্বর ২০১০

ব্রিসবেনে অ্যাশেজের উদ্বোধনী টেস্টটির সমাপ্তি হলো৷ দিন শেষ হওয়ার আগে ২৬ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে কেবল ১০৭ রান সংগ্রহ করতে পারে অস্ট্রেলিয়া৷ ফলাফল ড্র৷

https://p.dw.com/p/QKtY
অ্যান্ড্রু স্ট্রাউসছবি: ap

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হলো এই খেলা৷ অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুকের সেঞ্চুরিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারী ইংল্যান্ড৷ ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে তারা ১ উইকেটে ৩০৯ রান করে ৮৮ রানে এগিয়ে গিয়েছিল৷ অধিনায়ক স্ট্রাউস ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি অর্থাৎ ১১০ রান করে স্ট্যাম্পড হন স্পিনার নর্থের বলে৷ তার পার্টনার কুক নট আউট ১৩২ রানে৷ এটা তার চতুর্দশ শতক৷ এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে যোগ করেন ১৮৮৷ প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মাইক হাসি (১৯৫) ও হাডিন (১৩৬)৷

টেস্টের ৫ম দিনে কোন উইকেট না হারিয়ে ২০৮ রান যোগ করে ইংল্যান্ড৷ অসমাপ্ত ২য় উইকেটে ৩২৯ রান সংগ্রহ করেন অ্যালিয়েস্টার কুক ও জনাথন ট্রট৷ সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৫১৭৷ কুক করেন অপরাজিত ২৩৫ রান অর্থাৎ ডাবল সেঞ্চুরি৷ অন্যদিকে জনাথন ট্রট অপরাজিত ছিলেন ১৩৫ রান নিয়ে৷

জয়ের জন্য ২৯৭ রানের অসম্ভব এক লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ক্যাটিচ৷ দিন শেষ হওয়ার আগে ফিফটি আদায় করে নেন পন্টিং, ৫১ রানে অপরাজিত৷ এ সময় তার সাথে ব্যাট করছিলেন ওয়াটসন ৪১৷ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ১ উইকেট হারিয়ে ১০৭ রান৷ ফলে টেস্ট শেষ হয় নিষ্প্রাণ ড্রয়ে৷

এর আগে মাইক হাসির ক্যারিয়ার সেরা ১৯৫ ও ব্র্যাড হিডিনের ১৩৬ রানের সুবাদে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া৷ এতে ২২১ রানের বড় লিড পায় দলটি৷ ইংল্যান্ডের পক্ষে স্টিভেন ফিন ১২৫ রান দিয়ে নেন ৬ উইকেট৷ ২টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও সোয়ান৷

অন্যদিকে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পিটার সিডলের তোপের মুখে ২৬০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড৷ সিডল ৫৪ রানে হ্যাটট্রিকসহ নেন ৬ উইকেট৷ ইংল্যান্ডের পক্ষে বেল ৭৬ ও কুক ৬৭ রান করেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক