1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেন্ট গফ

১৩ জুলাই ২০১৭

অস্পষ্ট বর্ণনা আর গুজবের এই সময়ে এসেও ‘ডিডাব্লিউ নিউজ’-এর প্রধান উপস্থাপক এবং ‘দ্যা ডে’-এর হোস্ট ব্রেন্ট গফ জানেন, গুণগত মানের সাংবাদিকতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ৷

https://p.dw.com/p/2gSzn

তিনি অ্যামেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বেড়ে ওঠেন৷ অপর অঙ্গরাজ্য মিশৌরির ছোট্ট একটা টিভি স্টেশনে তিনি প্রথম টিভি সাংবাদিকতা শুরু করেন৷ কিন্তু তাঁর স্বপ্ন ছিল অনেক বড়৷ মর্যাদাপূর্ণ ফুলব্রাইট বৃত্তি পেয়ে তিনি অ্যামেরিকার জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন৷ তিনি সিএনএন-এর হয়ে বার্লিনে প্রযোজক হিসাবেও কাজ করেন৷ তিনি জানেন, তাঁর জায়গা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ৷ ২০০০ সালে তিনি ডয়চে ভেলেতে যোগ দেন৷ সেই থেকে তিনি এই সম্প্রচার মাধ্যমটির সবচেয়ে স্বীকৃত অন এয়ার ব্যক্তিত্বদের অন্যতম৷ বার্লিনের নিউজরুমে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের কাছে বেন্ট কঠোর পরিশ্রম এবং শক্তিশালী সাংবাদিকতার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য পরিচিত৷