1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেমেনের জয়জয়কার, দুর্দিনে বেচারা বার্লিন

৬ ফেব্রুয়ারি ২০১০

একটানা ছয়টা ম্যাচে হেরে যাওয়ার পর অবশেষে জয়ী ব্রেডা ব্রেমেন৷ শুক্রবার বার্লিনের জন্য ছিল দুর্দিন৷ লিগ টেবিলের তলায় তাদের অবস্থান এমনিতেই৷ তার ওপরে দুই- এক গোলে পরাজয়৷

https://p.dw.com/p/LuI5
ব্রেমেন বনাম বার্লিন ম্যাচের একটি উত্তেজক মুহূর্তছবি: AP

মার্কো মারিন আর ক্লডিও পিজারো৷ শুক্রবারের হিরো এই দুইজনেই৷ কারণ ব্রেমেনের জন্য ভীষণ প্রয়োজনীয় দুটি গোল তারা দুজনেই এদিন দিয়েছে৷ এর বাইরে শুক্রবার হেরো দল হের্থা বার্লিনকে ব্রেমেন যে বুন্দেসলিগায় ২-১ হারিয়েছে, সেই ম্যাচ কিছু পরিসংখ্যান ছাড়া তেমন কোন উল্লেখযোগ্য ছিল না একথাও বলা যাবে না অবশ্যি৷ কারণ ম্যাচ হয়েছে বেশ চমত্কার৷ ঘাত প্রতিঘাতে ভরা আর যাকে বলে টানটান৷

পেরুর খেলোয়াড় পিজারো এদিন বেশ নজর কেড়েছেন ব্রেমেন এর জার্সি গায়ে মাঠে নেমে৷ খেলার প্রথম ঊনিশ মিনিটের মধ্যে পিজারোর একটা অসাধারণ হেড প্রায় বার্লিনের জালে জড়িয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে সেটাকে রুখে দেন বার্লিনের চেক গোলকিপার দ্রবনি৷ তবে পিজারোর যে গোলের খিদে ছিলই তা তিনি প্রমাণ করে দিয়েছেন কারণ এদিনের জয়সূচক গোলটি ব্রেমেনের হয়ে করেছেন তিনিই৷ বলা বাহুল্য একের পর এক পরাজয়ে অতিষ্ঠ ব্রেমেন এই বিজয়ের পর বুন্দেসলিগার ময়দানে একটু হলেও মুখ দেখাতে পারবে অন্তত৷

প্রথমার্দ্ধ পর্যন্ত এক এক গোলে অমীমাংসীত ছিল খেলা৷ যে কারণে বোঝাই যাচ্ছিল যে বুন্দেসলিগায় একের পর এক পরাজয়ের সম্মুখীন হের্থা বার্লিন আপ্রাণ চেষ্টা করেছে ম্যাচ বের করে নিয়ে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত ব্রেমেনের আত্মবিশ্বাস আর ধৈর্যই জয়ী হয়েছে৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম