1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্ল্যাকবার্ন রোভার্স' কিনতে পারেন ভারতীয় ব্যবসায়ী

১৯ জুলাই ২০১০

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ‘ব্ল্যাকবার্ন রোভার্স' বিক্রি হতে চলেছে সাড়ে তিন থেকে সাড়ে চার কোটি পাউন্ডে৷ ক্রেতা সম্ভবত ভারতীয় ব্যবসায়ী সৌরিন শাহ৷

https://p.dw.com/p/OP1j
‘ব্ল্যাকবার্ন রোভার্স’এর ম্যাচে এবার দেখা যেতে পারে শাহরুখ খানের মতো বলিউড তারকাকেছবি: AP

আন্তর্জাতিক ফুটবল জগতে ভারতের নাম প্রথম সারিতে না থাকলেও ফুটবলের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে কিছু ভারতীয়র নাম মাঝে মধ্যে উঠে আসে৷ খবর যদি সত্য হয়, তাহলে ‘ব্ল্যাকবার্ন রোভার্স' ক্লাব কিনতে চলেছেন মুম্বই নিবাসী ৩৮ বছর বয়স্ক ব্যবসায়ী সৌরিন শাহ৷ এর আগে অবশ্য তাঁর নাম কখনো শোনা যায় নি৷ জাহাজ ও বস্ত্র শিল্পে তিনি বেশ সাফল্য অর্জন করেছেন বলে জানা গেছে৷ এবার অর্থের সঙ্গে সঙ্গে নাম ও যশ পেতে চান তিনি৷

সৌরিন শাহ'র আরেকটি পরিচয় হল, তিনি ভারতের প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন শাহ'র ভাইপো৷ ভারতের ক্রিকেট লিগ যেভাবে বলিউড'এর রঙিন জগতের ছোঁয়া পেয়ে সমৃদ্ধ হয়েছে, ইংল্যান্ডের ফুটবল প্রিমিয়ার লিগেও সৌরিন সেই জাদুকাঠির ছোঁয়া আনতে চান বলে শোনা যাচ্ছে৷ তারকা ফুটবলারদের সমারোহ, সফল বিপণন পদ্ধতি, উৎসবের আমেজ এবং বলিউড তারকাদের উপস্থিতির মাধ্যমে তিনি ইংল্যান্ডের এশিয়ানদেরও আরও বেশি করে প্রিমিয়ার লিগের মাঠে টানতে চান৷

‘ব্ল্যাকবার্ন রোভার্স' বিক্রির প্রক্রিয়া এখনো চলছে৷ তাই কোনো পক্ষই মুখ খুলতে প্রস্তুত নয়৷ এক কনসর্টিয়ামের মাধ্যমে সৌরিন শাহ আনুষ্ঠানিকভাবে দর হাঁকবেন বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে৷ ১৯৯৪-৯৫ সালের মরশুমে এই ক্লাব শীর্ষ স্থান দখল করেছিল৷ ক্লাবের বর্তমান ব়্যাঙ্কিং ১০৷

শোনা যাচ্ছে, ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের দুই ভাইও ইংলিশ প্রিমিয়ার লিগে আগ্রহ দেখাচ্ছেন৷ মুকেশ লিভারপুল ও অনিল নাকি নিউকাসল ইউনাইটেড কেনার উদ্যোগ নিচ্ছেন৷ দুই ভাই অবশ্য একথা অস্বীকার করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক