1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব-দ্বীপ প্রকাশনীর মালিকসহ ৩ জন রিমান্ডে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ফেব্রুয়ারি ২০১৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিককে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ একইসঙ্গে রিমান্ড মঞ্জুর করা হয়েছে প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল ও লেখক শামসুল আলম চঞ্চলেরও৷

https://p.dw.com/p/1HwCh
Bangladesch neuer Angriff auf säkulare Verleger und Autoren Demo
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সোমবার অমর একুশে গ্রন্থমেলার ‘ব-দ্বীপ' প্রকাশনীর ১৯১ নম্বর স্টল থেকে ‘ইসলাম বিতর্ক' নামে একটি বইয়ের প্রায় ১০০টি কপি জব্দ করে পুলিশ৷ পুলিশের অভিযোগ, বইটিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা রয়েছে৷ বাংলা একাডেমি এর পর পরই স্টলটি বন্ধ করে দেয়৷ এ সময় সেখান থেকে পুলিশ ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিক, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল এবং লেখক শামসুল আলম চঞ্চলসহ পাঁচজনকে আটক করে৷ পরে তাঁদের তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাসুদ রানা বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা করেন৷

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আমিরুল হায়দার চৌধুরী তিনজনের রিমান্ড মঞ্জুর করেন৷ ব-দ্বীপের মালিক শামসুজ্জোহা মানিককে পাঁচ দিন, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজলকে দু'দিন আর লেখক শামসুল আলম চঞ্চলকে একদিনের রিমান্ডে নেয়া হয়৷

আবু বাকর সিদ্দিক

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক ডয়চে ভেলেকে জানান, ‘‘মামলা দায়েরের পর অধিকতর তদন্ত চলছে৷ আমরা এখন পর্যন্ত ‘ইসলাম বিতর্ক' বইটিকেই আমলে নিয়েছি৷ এই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো উপাদান পেয়েছি৷''

পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা থাকতে পারে, এমন সন্দেহে অনুসন্ধানের জন্য আরও পাঁচটি বইয়ের সব কপি জব্দ করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা', ‘জিহাদ: জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, ‘সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার', ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা', ‘ইসলামে নারীর অবস্থা' এবং ‘নারী ও ধর্ম'৷

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পুলিশ আমাদের বলেছে, ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন বই প্রদর্শিত হচ্ছে৷ স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ৷ এ কারণে তাদের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে৷''

তবে এ ব্যাপারে ব-দ্বীপ প্রকাশনীর পক্ষ থেকে কারুর কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

প্রসঙ্গত, গতবছর অমর একুশে গ্রন্থমেলায় ‘রোদেলা' প্রকাশনী নামের একটি প্রকাশনা সংস্থার স্টলও বন্ধ করে দেয় মেলা কতৃপক্ষ৷ তখন অবশ্য ‘নবী মোহাম্মদের ২৩ বছর' বইটি নিষিদ্ধ করা হলেও, কাউকে আটক করা হয়নি৷

ধর্ম নিয়ে আলোচনা বা ধর্মের অস্তিত্বকে অস্বীকার করাকে কি আপনি ধর্ম অবমাননা বলবেন?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান