1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভক্তদের উন্মাদনার মাঝে কলকাতা পৌঁছলেন মেসি

৩১ আগস্ট ২০১১

শুক্রবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা৷ তবে মূল আকর্ষণ আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি৷

https://p.dw.com/p/12QKW
ARCHIV: FC Barcelona's Lionel Messi from Argentina, left, waves to the crowd during a Joan Gamper Trophy soccer match against Napoli at the Camp Nou stadium in Barcelona, Spain (Foto vom 22.08.11). Der argentinische Nationalspieler Lionel Messi ist Europas Fussballer des Jahres 2010/11. Dies ergab die zweite Abstimmungsrunde am Donnerstagabend im Rahmen der Champions-League-Auslosung in Monaco. Nach der ersten Abstimmungsrunde standen neben Messi Cristiano Ronaldo von Real Madrid sowie Xavi, wie Messi beim Champions-League-Sieger FC Barcelona aktiv, zur Auswahl. (zu dapd-Text) Foto: Manu Fernandez/AP/dapd
লিওনেল মেসিছবি: dapd

প্রায় দেড় হাজার ভক্ত ও সাংবাদিক তাদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় মাঝরাতে কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করে ছিল৷ অনেকেরই গায়ে ছিল আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি৷ হাতে আর্জেন্টিনার পতাকা ও মেসি'র কাটআউট৷ রাত দু'টোর সময় তাদের কণ্ঠে শোনা যাচ্ছিল স্লোগান – ‘থ্রি চিয়ার্স ফর মেসি, থ্রি চিয়ার্স ফর আর্জেন্টিনা'৷ মেসি ছাড়া আরও কয়েকজন তারকা খেলোয়াড়কে কাছে পাচ্ছে কলকাতা, যাদের মধ্যে রয়েছেন বার্সেলোনায় মেসি'র সতীর্থ খেলোয়াড় হাবিয়ের মাস্কেরানো৷ আরও আছেন রেয়াল মাদ্রিদ ক্লাবের দুই খেলোয়াড় গনসালো ইগুয়াইন ও আনখেল দি মারিয়া৷

epa02848466 Spanish caricaturist Joan Vizcarra poses with the world biggest caricature of Barcelona's Argentinian player Leo Messi in Barcelona, Spain on 30 July 2011. Vizcarra's work, that has 3 meters tall and 2 meters wide, was finished by the artist today. EPA/TONI GARRIGA +++(c) dpa - Bildfunk+++
স্প্যানিশ কার্টুনিস্ট এর চোখে মেসিছবি: picture alliance/dpa

কিন্তু তাদের আশা পূরণ হয় নি৷ কড়া নিরাপত্তার বেড়াজালে ভিআইপি গেট দিয়ে তাঁকে শহরে নিয়ে যাওয়া হয়৷ তবে বছর তিনেক আগে আর্জেন্টিনারই দিয়েগো মারাদোনা যখন শহরে এসেছিলেন, তখন যে মাত্রায় উন্মাদনা দেখা গিয়েছিল, মেসি'র ক্ষেত্রে তা ছিল সামান্য কম৷ মারাদোনা'কে দেখতে পথের দু'ধারে মানুষ অপেক্ষা করে ছিল৷ তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী সহ রাজ্য সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে গিয়ে মারাদোনাকে স্বাগত জানিয়েছিলেন৷ তার পরেও ফুটবল পাগল শহর কলকাতা মেসি'কে নিয়ে মেতে রয়েছে৷

প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার নতুন কোচ আলেহান্দ্রো সাবেলিয়া ফিফা অনুমোদিত এই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন৷ তাঁর মতে, প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা বেশ ভালো টিম৷ তাছাড়া আর্জেন্টিনা টিমের প্রতি বিপুল মাত্রায় প্রত্যাশা দেখা যাচ্ছে৷

আগামী ৬ই সেপ্টেম্বর আর্জেন্টিনা টিম ঢাকায় নাইজেরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য