1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভর্তুকি দিয়ে ডিজেল এই মুহূর্তে রাষ্ট্রের পক্ষে সম্ভব না’

৫ নভেম্বর ২০২১

সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভর্তুকি দেয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না৷''

https://p.dw.com/p/42eBi
Khaled Muhiuddin Asks 081
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন৷ এবারের আলোচনার বিষয় ছিল: দ্রব্যমূল্য বৃদ্ধির রাজনীতি৷ অনুষ্ঠানে অপর অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু৷

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘‘কোন কিছুরই মূল্য বৃদ্ধি সরকারের জন্য সুখকর নয়৷ দেশের স্বার্থে,অর্থনৈতিক স্বার্থেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে৷’’

তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় ভর্তুকি দিয়ে ডিজেল দেয়া এই মুহূর্তে রাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না৷ সম্ভব হলে কখনই জননেত্রী শেখ হাসিনার সরকার এটা বৃদ্ধি করতে না৷ কেননা এই করোনা মহামারীর মধ্যেও কর্ম সচল রাখতে ইনডিরেক্টলি ভর্তুকি প্রদান করতে হচ্ছে, সামাজিক নিরাপত্তা বলয়কে বৃদ্ধি করতে হয়েছে৷ এবং মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে৷ পাশাপাশি সুখবর হচ্ছে করোনা মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে৷’’

বাংলাদেশে জ্বালানি তেলের দাম ভারতের চেয়ে কম থাকায় পাচারের শঙ্কা থাকে বলেও উল্লেখ করেন তিনি৷

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘‘পাচারের কথা বলে সরকার জনগণকে শাস্তি দিচ্ছে৷’’ বিজিবি ও প্রশাসনকে কেন সরকার ‘পুষছে' সেই প্রশ্ন তোলেন তিনি৷   

বিএনপির আন্দোলন নিয়ে দর্শকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশ একটা সীমাবদ্ধতার মধ্যে ঢুকে গেছে৷ যেটা এক পক্ষীয় শাসন বলতে পারবেন৷ রাজনীতি বলতে যা বোঝায় সেটা এতটাই নিয়ন্ত্রিত এবং ভয়ংকর অবস্থায় এসেছে যে স্বাভাবিক অবস্থা বলে কিছু নাই৷’’

তিনি বলেন, ‘‘ইলেকট্রনিক গণমাধ্যমে কথা বলার কারণে আমি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি৷... আর মামলা হোক সেটা আমি চাইব না৷ নিজস্ব সেন্সরশিপের মধ্যে আমাকে বসবাস করতে হচ্ছে৷’’

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘‘আওয়ামী লীগ কোনো আন্দোলন বা ভিন্নমত দমন করতে চাইছে না৷ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমরা বিএনপিকে সহই একটি অর্থবহ নির্বাচন করতে চাই৷ আমরা কোনভাবেই বিতর্কিত নির্বাচন করতে চাই না৷’’

এফএস/এআই

দেখুন গত জুনের ছবিঘর...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য