1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাসের সংক্রমণে ত্বকের ক্যানসার

৩১ অক্টোবর ২০১১

বেশ কিছু ভাইরাসের মাধ্যমে ক্যানসারের মত রোগেরও সৃষ্টি হয়৷ যেমন পাপিলোমা ভাইরাস সারভিক্যাল বা গর্ভাশয়ের ক্যানসারের জন্য দায়ী৷ খুব সম্ভবত এক ধরনের পাপিলোমা ভাইরাস ত্বকের ক্যানসারের জন্যও দায়ী৷

https://p.dw.com/p/1327Z
পাপিলোমা ভাইরাস সারভিক্যাল বা গর্ভাশয়ের ক্যানসারের জন্য দায়ীছবি: picture-alliance / OKAPIA KG, Germany

সার্ভিক্যাল ক্যানসার বা গর্ভাশয়ের ক্যানসারের মত আরো বহু ক্যানসার সৃষ্টি করতে পারে ভাইরাসরা৷ জার্মান ক্যানসার গবেষণা কেন্দ্রের গবেষক হারাল্ড সুর হাউজেন এই আবিষ্কারের জন্য অন্য দুই বিজ্ঞানীর সঙ্গে তিন বছর আগে নোবেল পুরস্কার পান৷ খুব সম্ভবত ত্বকের ক্যানসারেরও উদ্দীপক এক ধরনের ভাইরাস৷ হাইডেলব্যার্গের ক্যানসার গবেষণা কেন্দ্রের গবেষকরা এখন এই বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন৷ বিশেষ করে হোয়াইট স্কিন ক্যানসার বা বেসাল সেল কারসিনোমা'এর উদ্দীপক এক ধরনের পাপিলোমা ভাইরাস বলে মনে করেন তাঁরা৷ ক্যানসার গবেষণা কেন্দ্রের ভাইরাস বিশেষজ্ঞ লুটত্স গিসমান এ প্রসঙ্গে বলেন, ‘‘এই নামটি খুব একটা খাপ খায়না৷ কেননা টিউমারগুলি মোটেও সাদা রঙ এর নয়৷ দেখতে অনেকটা বড় আঁচিলের মত৷ যা থেকে অনেক সময় হালকা রক্তপাতও হয়৷''

সচরাচর দেখা যায় হোয়াইট স্কিন ক্যানসার

বেশির ভাগ ক্ষেত্রে ত্বকে এই ধরনের ক্যানসারই দেখা দেয়৷ জার্মানিতে প্রতি বছর এক লাখ সত্তর হাজার মানুয আক্রান্ত হন হোয়াইট স্কিন ক্যানসারে৷ তবে ব্ল্যাক স্কিন ক্যানসার বা মেলানোমার তুলনায় এটি খুব কম ক্ষেত্রেই মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়৷

Humane Papillomviren
ভয়াবহ পাপিলোমা ভাইরাসছবি: dapd

বেসাল সেল কারসিনোমা থেকে মেটাস্টেসিস ছড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে খুব কম এবং সহজেই অপারেশন করে কেটে ফেলা যায়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে মুখমণ্ডলে ক্যান্সার হওয়ার কারণে রোগীদের বেশ মানসিক চাপ সৃষ্টি করে৷ অনেকদিন ধরেই গবেষকরা সন্দেহ পোষণ করছিলেন, সূর্যরশ্মি ছাড়াও ভাইরাস দ্বারা এই ক্যানসার সৃষ্টি হতে পারে৷ গবেষক গিসমান জানান, ‘‘সূর্যের অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে বেশ ঝুঁকিপূর্ণ৷ বিশেষ করে শ্বেতাঙ্গ মানুষদের জন্য এবং যে সব দেশে সূর্যের তাপ খুব প্রখর৷ যেমন অস্ট্রেলিয়ায় ত্বকের ক্যানসারের হার ইউরোপের তুলনায় ৫ গুণ বেশি৷ এটা খুবই স্পষ্ট যে সূর্যরশ্মির একটা বিশেষ ভূমিকা রয়েছে সেখানে৷ আমাদের ধারণা এক্ষেত্রে সূর্যের অতি বেগুনি রশ্মি ও ভাইরাসের সম্মিলিত পদক্ষেপ থাকতে পারে৷''

ভাইরাসরা ক্যানসারের পথ সুগম করে

গবেষকদের অনুমান, ভাইরাসরা স্কিন ক্যানসারের পথটা প্রশস্ত করে দেয়৷ সংক্রমণ দ্বারা তারা ত্বকের কোষে সূর্যরশ্মির প্রবেশ পথকে সুগম করে৷ গবেষকরা ইঁদুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের অনুমানের সত্যতা খুঁজে পেয়েছেন৷ তাঁরা কিছু ইঁদুরের জিনে এমনভাবে পরিবর্তন ঘটান, যেন তারা ভাইরাস দ্বারা সংক্রমিত৷ পরে গবেষণাগারের অন্যান্য ইঁদুরের সঙ্গে এই সব ইঁদুরকে সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আনা হয়৷ ফলাফল: জিন পরিবর্তন করা ইঁদুরগুলি ত্বকের ক্যানসারে আক্রান্ত হয় অন্যগুলি সুস্থ থাকে৷ লুটত্স গিসমানের ভাষায়, ‘‘আমাদের ধারণা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত চর্মকোষগুলিতে সূর্যের অতি বেগুনি রশ্মি সহজেই প্রবেশ করে টিউমার সৃষ্টি করতে পারে৷ সম্ভবত ভাইরাস ছাড়াও এইরকমটি হতে পারে, তবে তা খুব কম ক্ষেত্রেই৷''

Lutz Gissmann Deutsches Krebsforschungszentrum
ভাইরাস বিশেষজ্ঞ লুটত্স গিসমানছবি: DKFZ/T. Schwerdt

পাপিলোমা বিভিন্ন রকম হতে পারে

গর্ভাশয়ের ক্যানসারের তুলনায় প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্নরকম৷ সেখানে প্রায় সব টিউমারের কোষেই ভাইরাসের জিন পাওয়া গেছে৷ কিন্তু ত্বকের ক্যানসারে ভাইরাসের জিন খোঁজা হলেও পাওয়া যায়নি৷ এই দুই ক্যানসারের ভাইরাস পাপিলোমা হলেও সম্ভবত তারা ভিন্ন ভিন্ন গোত্রের৷ গর্ভাশয়ের ক্যানসার প্রতিষেধক টিকাও বের হয়েছে ইতোমধ্যে৷ প্রশ্ন এই যে, ত্বকের ক্যানসারের ক্ষেত্রে কী প্রতিরোধক বের করা সম্ভব? এ প্রসঙ্গে গবেষক গিসমান জানান, ‘‘এ জন্য এখনও বহু মাইল যেতে হবে৷ ১০ বা ২০ বছরের মধ্যে প্রতিষেধক বের করা সম্ভব হবে বলে আমি মনে করিনা৷ ব্যাপারটি খুব সহজ নয়৷ কোনো ওষুধ প্রস্তুতকারী কোম্পানিকে এক্ষেত্রে বিনোয়োগ করতে উদ্বুদ্ধ করতে হবে৷ সুস্পষ্ট তথ্য থাকা সত্ত্বেও গর্ভাশয়ের ক্যানসারের প্রতিষেধক বের করতে কতটা সময় ব্যয় হয়েছিল সেকথা চিন্তা করলে ত্বকের ক্যানসার প্রতিরোধকের ব্যাপারে আমি কিছুটা সন্দিহান৷''

তবে টিকার মাধ্যমে পাপিলোমা ভাইরাস দমন করে হোয়াইট স্কিন ক্যানসারের হাত থেকে উদ্ধার পাওয়া গেলে নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া যাবে যে, এই ভাইরাস ত্বকের ক্যানসার সৃষ্টি করতে পারে৷ কেননা প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষা এ ব্যাপারে নিশ্চয়তা আনতে পারেনা৷ লুটত্স গিসমানের ভাষায়, ‘‘একটি ইঁদুর হল একটি ইঁদুর আর একজন মানুষ হলেন একজন মানুষ৷ তাই বিষয়টি বেশ জটিল৷ এখনও অনেক অনেক বাধা বিপত্তি পার হতে হবে৷ সে পর্যন্ত একটি বিষয় নিশ্চিত করে বলা যায়: খুব বেশি সূর্যস্নান স্বাস্থ্যকর নয়৷''

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য