1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ শহীদ আফ্রিদি

৮ এপ্রিল ২০১১

মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক থাকাটা ভারতের জন্য সৌভাগ্য৷ এই মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি৷

https://p.dw.com/p/10pfR
শহীদ আফ্রিদিছবি: picture alliance/dpa

এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলায় পরাজিত হওয়ার পর আফ্রিদিকে এখনও যেখানে নানা জনের নানা কটূ কথা শুনতে হচ্ছে৷ সেখানে এই মন্তব্য করলেন তিনি৷ পিটিআই এ এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, আমি মনে করি ধোনি ভারতীয় দলকে ফাইনাল খেলায় সফলভাবে নেতৃত্ব দিয়েছে৷ এবং তাঁর মতো অধিনায়ক পাওয়া ভারতের জন্য গর্বের বিষয়৷

তিনি বলেন, বিশ্বকাপে ভারতের জয়ের পেছনে ধোনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এবং আমি নিশ্চিত, এই বিজয় ভারতের ক্রিকেট এবং ভারতবাসীর জন্য অনেক বড় একটি বিষয়৷ আমি মনে করি বিশ্বকাপ আবার এশিয়াতেই ফিরে আসছে এবং ভারত- পাকিস্তান আবারও বিশ্বকাপে খেলবে৷

আফ্রিদি বলেন, ফাইনাল খেলার দিন ভারত খুব ভালো অবস্থানে ছিলো৷ এবং বিশ্বকাপ পাওয়াটা তাদের যৌক্তিক ছিল৷ এছাড়া আফ্রিদি ভারতের ব্যাটিং আইকন টেন্ডুলকরেরও প্রশংসা করেন৷ তিনি বলেন, তাঁর রান নেওয়ার ক্ষমতা অসাধারণ৷ ভারতীয় ক্রিকেটকে শচীন এখনও অনেক কিছু দিতে পারেন৷ কেবল তিনিই সিদ্ধান্ত নিতে পারেন, ভবিষ্যতে তিনি কী করতে চান৷ কিন্তু আমি বলবো টেস্ট কিংবা ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষেত্রে তাঁর বয়স কোনো বাধা নয়৷

আফ্রিদি আরও বলেন, টেন্ডুলকরের খেলা সম্পর্কে বলার মতো ভাষা তাঁর কাছে নেই৷ টেন্ডুলকরের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি এখনও তাঁর বসার ঘরে টাঙিয়ে রেখেছেন৷ পাকিস্তানি এই খেলোয়াড় বলেন, আমি ভারতের জনগনের বিপক্ষে নই৷ বরং ভারতে খেলতে আমি পছন্দ করি৷ কেননা ভারতের মানুষ ক্রিকেট এবং ভালো খেলোয়াড়দের উৎসাহ ও সম্মান দিতে জানেন৷

প্রতিবেদন:জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়