1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে যেতে পারেন

৩০ অক্টোবর ২০১৪

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ২ অক্টোবর যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার তদন্ত করছে সে দেশের জাতীয় তদন্ত সংস্থা, এনআইএ৷ তদন্তের স্বার্থে এনআইএ-র একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে যেতে পারে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/1DeK7
প্রতীকী ছবিছবি: AP

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর পরিবেশন করেছে৷

উল্লেখ্য, গত ২ অক্টোবর বর্ধমানের খগড়াগড়ে একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে দু'জন নিহত হয়৷ ভারতীয় গোয়েন্দারা তখন দাবি করেছিলেন যে, নিহতরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র সদস্য এবং তারা বাংলাদেশের নাগরিক৷

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ‘দ্য টেলিগ্রাফ' ২৮ অক্টোবর জানায়, বর্ধমান বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন যে, এর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল৷ ভারতের তিন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে৷

‘টাইমস অফ ইন্ডিয়া' ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে ২৯ অক্টোবর জানায়, বর্ধমান বিস্ফোরণের দায়ে অভিযুক্ত মূল দুই ব্যক্তি – শেখ কাওসার ও ইউসুফ শেখ – মূলত নারীদের বোমা তৈরির প্রশিক্ষণ দিচ্ছিলেন৷ টুইটারে এই খবরটি শেয়ার করেন প্রবীণ উপাধ্যায়৷

বলিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান তাঁর ‘হ্যাপি নিউ ইয়ার' ছবির প্রচারণার জন্য বুধবার কলকাতা সফর করেন৷ সে সময় এক সাংবাদিক বর্ধমান বিস্ফোরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সেটা নিয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য