1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগার সমর্থকদের প্রতিক্রিয়া

জাহিদুল হক বার্মিংহাম থেকে
২ জুলাই ২০১৯

ভারতের কাছে ২৮ রানে হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের৷ খেলা শেষে স্টেডিয়াম ফেরত টাইগার সমর্থকদের সঙ্গে কথা বলে ডয়চে ভেলে তাঁদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে৷

https://p.dw.com/p/3LTsl
ICC Cricket World Cup - Bangladesch vs. Indien
ছবি: Action Images via Reuters/A. Boyers

রোহিত শর্মার শতকে ভর করে ভারত ৩১৪ রান সংগ্রহ করেছিল৷ জবাবে ২৮৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস৷ ফলে ২৮ রানে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়লো মাশরাফীর দল৷

সমর্থকদের একটি বড় অংশ মনে করছেন, শুরুতে মুস্তাফিজের বলে রোহিত শর্মা যে ক্যাচটি দিয়েছিলেন সেটি নিতে পারলে হয়ত ভারতের রান তিনশ' পার হতো না৷ সেক্ষেত্রে বাংলাদেশের জেতার সম্ভাবনা থাকতো৷ তামিম যখন রোহিতের ক্যাচটি ধরতে ব্যর্থ হয়েছিলেন তখন তাঁর সংগ্রহ ছিল মাত্র নয়৷

সমর্থকদের আরেক অংশ বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ভালো জুটি গড়ে না ওঠাকেও হারের অন্যতম কারণ হিসেবে মনে করছেন৷

তবে হারলেও বাংলাদেশের খেলায় মুগ্ধ হয়েছেন বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন অনেক ভারতীয় সমর্থক৷ বাংলাদেশ সেমিফাইনালে খেলার মতো দল ছিল বলেও মন্তব্য করেন এক ভারতীয় সমর্থক৷

খেলার কথা

শুরুতে দ্রুতগতিতে রান তুললেও শেষ পর্যন্ত সেই ধারা ধরে রাখতে পারেনি ভারত৷ মুস্তাফিজ এক ওভারে দুই উইকেট নিয়ে ভারতের রানের গতিতে রাশ টেনে ধরেছিলেন৷ শেষ পর্যন্ত পাঁচ উইকেট পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ৷ এই নিয়ে তৃতীয়বার তিনি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পেলেন৷

মুস্তাফিজের করা শেষ ওভারে ভারত তিন উইকেট হারায়৷

এর আগে চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে জিতেছিল টাইগাররা৷ তাই সমর্থকরা এবারও জয়ের আশা করছিলেন৷ কিন্তু তামিম থেকে শুরু করে একে একে আউট হতে থাকেন সৌম্য, মুশফিক, লিটনরা৷ সেই সময় অপর প্রান্তে সাকিব একাই লড়ে যাচ্ছিলেন৷ তবে ৬৬ রানে তিনি আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের আশা ছেড়ে দেন অনেক সমর্থক৷

কিন্তু মাঠে থাকা সাব্বির আর সাইফউদ্দিনের মাথায় ছিল অন্য চিন্তা৷ তাঁদের জুটি একসময় আবারও টাইগার সমর্থকদের মনে জয়ের আশা জাগিয়ে তুলেছিল৷ তবে সাব্বির আউট হয়ে যাওয়ায় তাও একসময় নিভে যায়৷ এরপর সাইফউদ্দিনও চেষ্টা করেছিলেন৷ তবে পারেননি৷ অবশ্য তিনি অর্ধশতক করেছেন৷

বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ লর্ডসে, পাকিস্তানের বিরুদ্ধে৷