1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের ‘ড্যান্সিং আঙ্কল'-এর নতুন ভিডিও

১১ সেপ্টেম্বর ২০১৮

প্রথমে গোবিন্দ, পরে হৃতিক রোশন৷ এদের সিনেমার গানের নাচ কপি করে রীতিমতো তারকা বনে গেছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি৷ তাঁকে সবাই ‘ড্যান্সিং আঙ্কল' বলে ডাকেন৷ সম্প্রতি মিঠুন চক্রবর্তীর নতুন গানে নেচেছেন তিনি৷

https://p.dw.com/p/34esK
Screenshot Youtube Video Tanzender Professor
ছবি: Youtube/NEWS UPDATE

তাঁর আসল নাম সঞ্জীব শ্রীবাস্তব৷ তবে ইন্টারনেট জগতে পরিচিত ‘ড্যান্সিং আঙ্কল' হিসেবে৷ গত জুনে ড্যান্সিং সুপারস্টার গোবিন্দের গানে নেচে ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি৷ এরপর হৃতিক রোশনের গানে নাচেন৷ সেই ভিডিওটিও ভাইরাল হয়৷

এবার তিনি নাচলেন এক সময়ের সেনসেশন মিঠুন চক্রবর্তীর গানে৷ মিঠুন ও মন্দাকিনির ‘জিতে হ্যায় শান সে' ছবির ‘জুলি জুলি' গানের সঙ্গে নাচেন সঞ্জীব৷ এই ছবিতে সঞ্জয় দত্ত ও গোবিন্দাও ছিলেন৷

সে যা-ই হোক, এবারের ভিডিওটিতে সঞ্জীবের মুভগুলো ব্যাপক সাড়া ফেলেছে৷

ইউটিউবে সঞ্জীবের নিজের চ্যানেলে গত ২৩ আগস্ট প্রকাশিত এই ভিডিওটি এরই মধ্যে ৫ লাখেরও বেশি বার দেখা হয়েছে৷ লাইক পড়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি৷ কমেন্ট প্রায় সাত হাজার৷

একজন তাঁকে নিউক্লিয়ার পাওয়ার হাউসের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘প্রাণে ভরপুর'৷ আরেকজন লিখেছেন, ‘‘সুপার পারফরম্যান্স৷ ফ্লোর মাতিয়ে দিয়েছেন৷''

‘‘ইস্ট অর ওয়েস্ট, আঙ্কল ইজ দ্য বেস্ট,'' আরেকজনের মন্তব্য৷

জেডএ/এসিবি