1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আসিয়ান সম্মেলন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২১ ডিসেম্বর ২০১২

ভারত ও আসিয়ান দেশগুলির শীর্ষসম্মেলনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ১০টি দেশের আসিয়ান গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে ভারতের সম্পর্ক গভীরতর করার ওপর জোর দেন৷ বলেন, অবাধ বাণিজ্য চুক্তি সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ৷

https://p.dw.com/p/177XB
From left to right, Philippine Vice President Jejomar Binay, Singapore's Prime Minister Lee Hsien Loong, Thailand's Prime Minister Yingluck Shinawatra, Vietnam's Prime Minister Nguyen Tan Dung, Cambodia's Prime Minister Hun Sen, Indian Prime Minister Manmohan Singh, Brunei's Sultan Hassanal Bolkiah, Indonesian President Susilo Bambang Yudhoyono, Laos Prime Minister Thongsing Thammavong, Malaysia's Prime Minister Najib Razak, and Myanmar President Thein Sein, chat during a photo call before the start of Association of Southeast Asian Nations (ASEAN) India commemorative summit, in New Delhi, India, Thursday, Dec. 20, 2012. The ASEAN-India Commemorative Summit, which New Delhi is hosting for the first time, commemorates the 10th anniversary of the summit-level meeting between ASEAN and India and the 20th anniversary of sectoral dialogue partnership between the two sides, according to local reports. (Foto:Manish Swarup/AP/dapd)
ছবি: dapd

রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে পরিষেবা ও বিনিয়োগ ক্ষেত্রে ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই৷ যা সই হবে আগামী বছরের আগস্ট মাসে৷ আর সেই চুক্তি কার্যকর হলে, ২০১৫ সাল নাগাদ ভারতের সঙ্গে আসিয়ান দেশগুলির ব্যবসা-বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারে৷

শীর্ষ বৈঠকে কয়েকটি দেশের নেতা, বিশেষ করে ভিয়েৎনামের প্রধানমন্ত্রী দক্ষিণ চীন সাগর বিরোধের ইস্যুটি তোলেন৷ ভারত ও আসিয়ানের উপকূলবর্তী দেশগুলির মধ্যে জলপথ নিরাপত্তা তথা সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা গভীরতর করতে দক্ষিণ চীন সমুদ্র বিরোধের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন৷ আর সেই কাজ আন্তর্জাতিক আইন অনুসারে করতে হবে বলে মনে করে ভারত৷ এই উপলক্ষ্যে আসিয়ান দেশগুলির মধ্যে একটি ‘কার ব়্যালি'-র যাত্রারম্ভের সংকেত দেয়া হয়৷ এটা স্থলপথে ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে যোগাযোগের সূচনা করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য