1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সম্ভাব্য কোচের তালিকায় ইংল্যান্ডের কোচ ফ্লাওয়ার

১৯ এপ্রিল ২০১১

নতুন কোচ নিয়ে টানাটানি শুরু হয়েছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে৷ ইংল্যান্ড চাচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ারকে ধরে রাখতে, অন্যদিকে ভারতের সম্ভাব্য নতুন কোচের তালিকায় জিম্বাবোয়ের এই সাবেক ক্রিকেটার৷

https://p.dw.com/p/10wSt
অ্যান্ডি ফ্লাওয়ারছবি: AP

ক্রিকেট বিশ্বে কোচদের জন্য সবচেয়ে লোভনীয় হচ্ছে ভারতীয় জাতীয় দল৷ মোটা অঙ্কের বেতন তো রয়েছেই, তাছাড়া সুযোগ সুবিধার দিক থেকেও অন্য দেশের কোচদের চেয়ে ভারতীয় জাতীয় দলের কোচ এগিয়ে থাকেন৷ তাই অ্যান্ডি ফ্লাওয়ারের চোখ যে এদিকে নেই সেটা কে বলতে পারে?

বিশ্বকাপের পরপর ভারতের কোচের পদটি খালি হয়েছে৷ গ্যারি কার্স্টেনের জায়গাটি পুরণ করার জন্য এখন বিসিসিআই কর্মকর্তারা সব জায়গা চষে বেড়াচ্ছেন৷ আর এক্ষেত্রে তাদের শর্টলিস্টে রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারের নাম৷ কারণ গত কয়েক বছর ধরে ইংল্যান্ড জাতীয় দলের বেশ কিছু সাফল্যের পেছনে রয়েছেন এই সাবেক টেস্ট ক্রিকেটার৷

World Cup Cricket 2011 Finale Indien Sri Lanka Flash-Galerie
বিশ্বকাপ জয়ী ভারত টিমছবি: dapd

ইংলিশ দলের দায়িত্ব নেওয়ার পর দেশে এবং বিদেশের মাটিতে অ্যাশেজ জয় করে ইংল্যান্ড দল৷ এরপর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছে তারা৷এছাড়া বেশ কিছু জয়ের কারণে ফ্লাওয়ারের কোচিং প্রোফাইল সফল বলা চলে৷ আর তাই তাঁকে পেতে এখন চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ কারণ গ্যারি কার্স্টেনের মত অ্যান্ডি ফ্লাওয়ারও বেশ সফল কোচ এবং খেলোয়াড় হিসেবে৷ কার্স্টেনের জায়গাটা পুরণ করার মত যোগ্য ব্যক্তি এই মুহূর্তে তিনি৷

তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এত সহজে তাঁকে ছাড়বে না বলে মনে হচ্ছে৷ এই মাসের শেষেই ফ্লাওয়ারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাদের৷ তবে জানা গেছে, আরও তিন বছরের জন্য পাকাপোক্ত চুক্তি করতে আগ্রহী ইসিবি৷ বিশেষ করে বোলিং কোচ ট্রয় কুলি চলে যাওয়াতে এখন তাদের ফ্লাওয়ারকে বেশি প্রয়োজন৷

ফ্লাওয়ার কিন্তু এখনই সব চুড়ান্ত করছেন না৷ তিনিও দেখছেন, অপেক্ষা করছেন সামনে কি হয় সেজন্য৷ এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘আমি আপাতত আগামী কয়েকটি মাস নিয়ে ভাবছি৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক