1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের স্বপ্ন কি সত্যি হবে!

৩১ জানুয়ারি ২০১১

শচীন টেন্ডুলকর৷ ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান৷ এবছর ষষ্ঠবারের মতো খেলতে যাচ্ছেন বিশ্বকাপে৷ ১২০ কোটি ভারতবাসী এখন তাকিয়ে রয়েছেন তাঁর দিকে৷ তাঁদের আশা, স্বাগতিক দেশ ভারতের জন্য এবার বড় একটা কিছু এনে দিতে পারবেন শচীন৷

https://p.dw.com/p/107uw
টেন্ডুলকর বিশ্বকাপ জিততে চানছবি: AP

শচীন টেন্ডুলকরের ক্যারিয়ারের ঝুড়ি এখন সাফল্যে ঠাসা৷ গত দুই দশকে তাঁর ঝুড়িতে নতুন কিছু যোগ হয়নি, এমন ঘটনা খুব কমই ঘটেছে৷ টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান গড়েছেন একটার পর একটা রেকর্ড৷ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে রান করেছেন ৩২ হাজারেরও বেশি – যা তাকে এনে দিয়েছে ৯৭টি সেঞ্চুরি৷

ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১১৷ সেখানে ভারতের খেলায় শচীনের একটা বড় ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে৷ গত শুক্রবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুচকি হেসে শচীনও যেন তেমনই ইঙ্গিত দিলেন৷ বললেন, ‘‘আমি এখনও কিছু অর্জন করতে চাই৷ এবং প্রত্যেকেই যেটা জানেন৷'' তিনি আরও বললেন, ওয়ার্ল্ড টেস্ট ব়্যাঙ্কিং-এ ভারতের এক নম্বর অবস্থান তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে, ভারত একটা কাপ অর্জন করার যোগ্যতা রাখে৷

ব়্যাঙ্কিং সম্পর্কে শচীন বলেন, ‘‘কিন্তু তা অর্জন করা অত সহজ ছিলো না৷ তা পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে৷ সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল৷ কিন্তু আমরা একসঙ্গে কাজ করেছিলাম এবং একজন আরেকজনকে সাহায্য করেছি৷ ফলে এক টিম হিসেবে আমরা সেখানে অনেক কিছু অর্জন করতে পেরেছি৷''

ওয়ান ডে ব়্যাঙ্কিং-এ ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়৷ টিম গঠনে কোচ গ্যারি কার্স্টেনের বিশেষ সুনাম থাকার কারণে অনেকের মধ্য থেকে তাকেই বেছে নিয়েছিলেন শচীন৷ তাই শচীন বললেন, গ্যারি কার্স্টেন আমাদের দলের ভেতরে লক্ষণীয় পরিবর্তন এনে দিয়েছে৷

‘‘আমি মনে করি ভারতের প্রত্যেক খেলোয়াড়ই ২০০৭ এর চেয়ে ভালো খেলবেন৷'' একথা বলে কথা শেষ করলেন শচীন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন