1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে অরকুটকে ছাড়িয়ে শীর্ষে ফেসবুক

২৬ আগস্ট ২০১০

ভারতে সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে ফেসবুক এখন শীর্ষে৷ গুগলের অরকুটকে ছাড়িয়ে গেছে এটি৷

https://p.dw.com/p/OwrX
ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন ২ কোটি ৯ লাখছবি: picture alliance/dpa

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর আজ বৃহস্পতিবার জানিয়েছে, ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন ২ কোটি ৯ লাখ৷ এ হিসেবটি জুলাই মাসের৷ গত বছরের জুলাই মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল এর এক-তৃতীয়াংশ৷ আর এক বছরে ফেসবুক ছাড়িয়ে গেছে অরকুটকে৷ গত জুলাই মাসের শেষে অরকুট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ কোটি ৯৯ লক্ষ৷ আরেকটি গবেষণা প্রতিষ্ঠান ভিজিসেন্স বলছে, এই বছরের এপ্রিল মাসেই অরকুটকে পেছনে ফেলে দেয় ফেসবুক৷

কমস্কোরের প্রধান নির্বাহী উইল হগম্যান এক বিবৃতিতে বলেন, ‘‘সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর জনপ্রিয়তা সারাবিশ্বেই বাড়ছে৷ আর ভারতে তা বাড়ছে দ্রুতগতিতে৷'' ভারতের দিকে অনেক দিন আগে থেকেই নজর ছিল ফেসবুকের৷ গত মার্চ মাসেই ফেসবুক ঘোষণা দেয়, ভারতে তাদের একটি অফিস বসাবে৷ এর স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশটির তথ্য প্রযুক্তির কেন্দ্র হায়দরাবাদকে৷

Orkut Iran-Community
অরকুটকে পেছনে ফেলে দিয়েছে ফেসবুকছবি: DW

এদিকে ফেসবুক যখন অরকুটকে পেছনে ফেলেছে, তখনই গুগল নিয়ে এসেছে নতুন এক সুবিধা৷ তারা বলছে, এখন তাদের জি-মেইল থেকে টেলিফোন নম্বরে ঢোকা যাবে৷ জি-মেইলের মাধ্যমে এখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কথা বলা ও ভিডিও চ্যাট করা যাবে৷ অর্থাৎ, গ্রাহকদের ধরে রাখতে এখন টেলিফোনে কল করার সুবিধা নিয়ে এসেছে তারা৷

কম্পিউটার থেকে টেলিফোনে কথা বলতে এখন অনেকে ওয়েব কলিং সার্ভিস স্কাইপ ব্যবহার করেন৷ সেই বাজারটিই ধরতে চাইছে গুগল৷ টেলিফোনে কল তো করা যাবেই, গুগল থেকে যারা যুক্তরাষ্ট্র কিংবা ক্যানাডার ল্যান্ডফোন কিংবা মোবাইলে ফোন করতে চাইবে - তাদের জন্য কোনো খরচা হবে না৷ মুফতেই করা যাবে৷ তবে তা শুধু এ বছরের জন্য৷ আর বিশ্বের অন্য স্থানে এই সুবিধা নিতে হলেও খরচ খুব বেশি পড়বে না, জানিয়েছে গুগল৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ