1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে উল্কার বেগে বাড়ছে আন্তর্জালিদের সংখ্যা

৩ সেপ্টেম্বর ২০১০

বাড়তে বাড়তে আকাশচুম্বী৷ বাড়ছে বিপুলবেগে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা৷ ২০১৫ সালে সেই সংখ্যাটা দাঁড়াবে এখনকার তুলনায় তিনগুণ৷

https://p.dw.com/p/P35g
ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেছবি: UNI

ইন্টারনেটকে বাদ দিয়ে জীবনযাপন আর চলবে না৷ বিশেষ করে ভারত সহ তথাকথিত ‘উন্নয়নশীল' দেশগুলিতে অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলেছে আন্তর্জালের ব্যবহার৷ ‘ইন্টারনেটস নিউ বিলিয়ন' নামের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, বর্তমানে ৮১ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ভারতে৷ কিন্তু স্রেফ পাঁচ বছরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৩৭ মিলিয়ন৷ অর্থাৎ পাঁচ বছরে চারগুণ!

বস্টনের এই সমীক্ষাকারী সংস্থা ভারত ছাড়াও আর যে দেশগুলিতে ইন্টারনেট নিয়ে সমীক্ষা চালিয়েছে সেগুলি হল ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং চীন৷ এই দেশগুলির আদ্যক্ষর নিয়ে ‘ব্রিকি' নাম দিয়েছে তারা৷ ব্রিকির মোট ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যান জানাতে গিয়ে তারা বলছে, ২০০৯ সালে এই পাঁচটি দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬০৯ মিলিয়ন৷ কিন্তু ২০১৫ সালে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে গিয়ে দাঁড়াতে চলেছে ১.২ বিলিয়ন৷ যার অর্থ, বর্তমানে যেখানে এই দেশগুলিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বছরে নয় শতাংশ, সেখানে আগামী পাঁচ বছরে সেই প্রবৃদ্ধির হার হবে বছরে বিশ শতাংশ৷ ইন্টারনেটের জগতে যা এক নতুন রেকর্ড তৈরি করতে চলেছে৷

তবে রেকর্ড হোক আর যাই হোক, ইন্টারনেটের জগতে নতুন বিস্ময় ভারতের বিশাল বাজারকে কিন্তু ‘যথেষ্ট অপরিণত' অথচ ‘দ্রুতবেগে বাড়ন্ত' বলে ব্যাখ্যা করেছে এই বস্টনের সমীক্ষাকারী সংস্থাটি৷ বলা হয়েছে, ২০০৯ সালে ভারতের মোট জনসংখ্যার মাত্র সাত শতাংশ ইন্টারনেট ব্যবহার করত, ২০১৫ সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে মোট জনসংখ্যার ১৯ শতাংশ৷ তখন মোট ২৩৭ মিলিয়ন ভারতীয় ইন্টারনেট ব্যবহার করবে৷ বর্তমানে ভারতে রয়েছেন ৮১ মিলিয়ন আন্তর্জালি৷

তবে আরেকটা কিন্তুও রয়ে গেছে পুরো ব্যাপারটার মধ্যে৷ সেটা হল ভারতীয়রা কীভাবে এবং কতটা ইন্টারনেট ব্যবহার করছেন৷ সমীক্ষা বলছে, ভারতের বড় শহরগুলিতেই ইন্টারনেটের চলন সবথেকে বেশি৷ গ্রামের দিকে যা তেমন একটা লক্ষ্যণীয়ভাবে চোখে পড়ে না৷ আর এই শহুরে ইন্টারনেট ব্যবহারকারীরা সারাদিনে গড়ে মাত্র আধঘন্টা সময় ব্যয় করেন ইন্টারনেটের জন্য৷ ব্রিকি-র অন্যান্য দেশগুলিতে কিন্তু সেই অনুপাতে যথেষ্ট বেশিমাত্রায় ইন্টারনেটের ব্যবহার করে থাকেন সেসব দেশের আন্তর্জালিরা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন