1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে কমনওয়েলথ গেমসের ব্যবস্থাপনা: এখনও অনেক কাজ বাকি

২১ সেপ্টেম্বর ২০১০

ভারতের রাজধানী নতুন দিল্লিতে অক্টোবরে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস৷ কিন্তু গেমসের ব্যবস্থাপনা নিয়ে এখনও চলছে সমালোচনা৷ নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক কাজই শেষ করা সম্ভব হয়নি৷

https://p.dw.com/p/PI3B
গেমসের প্রধান স্টেডিয়ামে এখনো কাজ চলছেছবি: AP

তিনটি মূল জায়গার মধ্যে নতুন দিল্লির প্রধান স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স এবং এ্যাথলীটদের থাকার ‘ভিলেজ' এখনও গেমসের কর্মকর্তাদের পক্ষে তৈরি করা সম্ভব হয়নি৷ সেইরকমই কমপ্লেক্সের সরঞ্জাম স্থাপনাও শুরু করা হয়নি৷ স্বাস্থ্যগত দিক এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর না দেওয়ার জন্যে যথেষ্ট তিরস্কারের মুখোমুখি হবার পরে দিল্লি ২০১০ গেমসের এ্যাথলীটদের আবাসগুলো পরিষ্কার করার অঙ্গীকার করেছে কমনওয়েলথ গেমসের ব্যবস্থাপকরা৷

কমনওয়েলথ গেমসের প্রধান মাইকেল ফেনেল দুই দিন ধরে ভারতের রাজধানীতে গেমসের ভেনু পরিদর্শন করেন৷ তারপরেই তিনি ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমসের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা করেন৷ ফেনেল সাংবাদিকদের বলেন, আমি মনে করি ভিলেজের কিছু বাড়ি আরও ভালো ভাবে তৈরি করতে পারতো৷ তিনি বলেন, খাবার ঘর বা রান্না ঘরের মত ভিলেজের আন্তর্জাতিক জোনটি শেষ করা নির্ভর করছে সময়ের ওপর৷ ফেনেল বলেন, স্যানিটেশন ব্যবস্থা আরো উন্নত করতে হবে৷ মানতে হবে সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্যবিধি৷

ভারতের ব্যবস্থাপনা কমিটির মহাসচিব এবং প্রধান মুখপাত্র লোলিত ভানট বলেছেন, ফেনেল যেসব বিষয়ের কথা উল্লেখ করেছেন, সেগুলো পৌঁছে দেয়া হয়েছে যারা ভিলেজের দেখাশোনা করছে, তাদের সাথে সম্পর্কিত কর্তৃপক্ষের কাছে৷ তিনি এএফপিকে বলেন, আবাসে এ্যাথলীটদেরকে যেন কোন ধরণের সমস্যার মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করার ওপরই প্রাধান্য দিচ্ছি আমরা৷ তিনি আরো বলেন, এ্যাথলীটরা যখন আগামী মাসে নতুন দিল্লী পৌঁছবেন, তখন বিশ্ব মানের সুযোগ সুবিধা থাকবে তাদের জন্যে৷

ফেনেল, গেমসের ১৭টি ভেনু পরিদর্শন করার পরে বলেছেন, যে অগ্রগতি তিনি দেখেছেন তাতে তিনি খুশি৷ তবে তিনি বলেন, ইভেন্ট শুরু হবার আগে যে ক'টা দিন আছে, তার হিসেবে এখনও অনেক কাজ বাকি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী