1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে গিয়ে নাচলেন মিশেল ও বারাক ওবামা

৭ নভেম্বর ২০১০

ভারত সফরে গিয়ে একদিকে দিওয়ালি উৎসবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর অন্য দিকে শিশুদের অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ দুই অনুষ্ঠানেই নাচের আসর দেখে আর চুপ করে বসে থাকতে পারেননি এই মার্কিন দম্পতি৷

https://p.dw.com/p/Q13Q
U.S, President, Barack, Obama, first lady, Michelle, Obama, Mumbai, India, মিশেল, বারাক ওবামা
মিশেল ও বারাক ওবামাছবি: AP

রবিবার দিওয়ালি উৎসবে হাজির ছিলেন মিশেল এবং বারাক ওবামা৷ স্থানীয় শিশুদের নাচে উৎসাহ দিতে অনেকক্ষণ বাজনার তালে তালে হাত তালি দিচ্ছিলেন তাঁরা৷ কিন্তু এক পর্যায়ে নাচিয়েদের দলে যোগ দিতে এগিয়ে আসেন মিশেল৷ স্ত্রীর সাথে যোগ দিতে এবার নেমে পড়েন বারাক ওবামাও৷

তাঁর স্যুট জ্যাকেট খুলে ফেলেন ওবামা৷ তাতেও কাজ হয়নি৷ তখন জামার হাতা গুটিয়ে প্রথমে শিখে নেন কিভাবে নাচতে হবে সেই ঐতিহ্যবাহী উৎসবে৷ তারপর নেমে পড়েন অন্যান্যদের সাথে হাত, পা আর অঙ্গ মেলাতে৷ এসময় শিশুরা এই রাজকীয় দম্পতির সাথে ছবি তুলতে আর অটোগ্রাফ নিতে উৎসাহের সাথে ভিড় করে৷

এর আগে শনিবারও বলিউডের ‘রঙ দে বাসন্তী' ছবির প্রধান গানের তালে খালি পায়ে নেচেছেন মিশেল ওবামা৷ সেখানে তিনি একটি দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন৷ কিন্তু তাঁর উপদেশমূলক ভারি ভারি বক্তব্যের আগে একটু সময়ের জন্য হারিয়ে যান শিশুদের মাঝে৷

শিশুদের প্রথমে আপন করে নিয়ে তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন এক প্রস্থ উদ্দীপনামূলক বক্তৃতা৷ তিনি বলেন, ‘‘আমি কিন্তু অনেক টাকা-পয়সা নিয়ে বড় হইনি৷ এমনকি আমি কখনও ফার্স্ট লেডি হতে পারবো তাও কল্পনা করিনি৷ কিন্তু যেহেতু আমার শিক্ষা ছিল, তাই যখন সুযোগ আসল, আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম