1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে তৈরি হবে ৬০টি সৌর শহর

২১ এপ্রিল ২০১০

ভারত আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এমন ৬০টি শহর তৈরি করবে যার বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে সৌরশক্তি থেকে৷ ভারতীয় সংসদে একথা ঘোষণা করেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রী ডঃ ফারুক আবদুল্লা৷

https://p.dw.com/p/N1ah
সোলার প্যানেলছবি: picture-alliance / dpa

জলবায়ু পরিবর্তন ও গ্রিন এনার্জি এখন বিশ্বে বহুল আলোচিত ইস্যু৷ সেদিকে চোখ রেখে সরকার আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনরকম বিদেশী সাহায্য ছাড়াই গড়ে তুলবে এমন ৬০টি শহর যেগুলির বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে সৌরশক্তি থেকে৷ প্রচলিত গ্রিড বিদ্যুৎ শক্তির সঙ্গে যাতে পাল্লা দেওয়া যায়, তারজন্য সৌরশক্তি উত্পাদন খরচ হ্রাস করা হবে গবেষনা ও উন্নয়নের মাধ্যমে সৌরশক্তি উত্পাদনের সাজসরঞ্জামের কর্মকুশলতা বাড়িয়ে৷ এই দায়িত্ব দেওয়া হয়েছে জহরলাল নেহেরু জাতীয় সৌর মিশনকে৷ সংসদে এই মর্মে ঘোষণা দেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রী ডঃ ফারুক আবদুল্লা৷ এই মিশনের অধীনে দেশে উত্পাদিত হবে এক হাজার মেগাওয়াটের গ্রিড বিদ্যুৎ কেন্দ্র, ১০০ মেগাওয়াটের রুফ-টপ সৌর বিদ্যুত এবং ২০০ মেগাওয়াটের অফ-গ্রিড সৌর বিদ্যুৎ৷ রাষ্ট্রায়ত্ত জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন রাজস্থানে তৈরি করবে ১৫০ মেগাওয়াটের সৌরতাপ বিদ্যুৎ কেন্দ্র৷

প্রসঙ্গতঃ দিল্লির সংসদ ভবনের ছাদে বসানো হচ্ছে সৌর প্যানেল৷ এজন্য বরাদ্দ হয়েছে আড়াই কোটি টাকা৷ আর সংসদ ভবনের তিনটি ক্যান্টিনের দৈনিক দুই টনের মত বর্জ্য পদার্থ থেকে তৈরি করা হবে বায়ো-গ্যাস৷ সেই গ্যাসে চলবে ক্যান্টিনগুলির রান্নাবান্নার কাজ৷ এই প্রকল্প চালু হবে আগামী ফেব্রুয়ারি থেকে৷

সৌর শহর ব্যাপারটা কী সে সম্পর্কে ডয়েচে ভেলেকে পশ্চিমবঙ্গের গ্রিন এনার্জি কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শক্তিপদ গণচৌধুরি জানালেন, সৌর শহর হলো এক একটা শহরে যে পরিমাণ বিদ্যুত খরচ হয়, সেটাকে এমনভাবে করতে হবে যাতে আগামী দিনে ২৫ শতাংশ বিদ্যুৎ আসে সৌরশক্তি থেকে৷ সেইসব শহরের বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে জল গরম করা, আলো জ্বলানো ইত্যাদি কাজের জন্য ১০ শতাংশ বিদ্যুৎ তৈরি করা যাবে সৌরশক্তি থেকে৷ সেটা পরোক্ষভাবে প্রচলিত বিদ্যুৎ বাচাঁবে৷ দ্বিতীয়তঃ রুফ-টপ সোলার সিস্টেমে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে রুফ-টপ সৌরবিদ্যুৎ কাজ করবে৷ খরচ প্রসঙ্গে তিনি বল্লেন, তুলনামূলকভাবে সৌর শক্তি উত্পাদনের খরচ কম হবে৷ এক মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ উত্পাদনে যেখানে খরচ পড়ে ১০ থেকে ১১ কোটি টাকা, কয়লা-ভিত্তিক তাপ বিদ্যুতের খরচ ৭ থেকে ৮ কোটি টাকা সেখানে সৌর বিদ্যুৎ উত্পাদনের খরচ প্রতি মেগাওয়াট প্রায় ১০ কোটি টাকা৷ ২০২২ সাল নাগাদ ভারতে সৌর বিদ্যুৎ উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার মেগাওয়াট৷

প্রতিবেদকঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনাঃ রিয়াজুল ইসলাম