1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে পরমাণু-বিরোধী বিক্ষোভ

Rainer Schäfer১৯ এপ্রিল ২০১১

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রস্তাবিত জায়তাপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় অধিবাসী এবং পরিবেশবাদীদের প্রতিবাদ বিক্ষোভ ক্রমশই সহিংসতার চেহারা নিচ্ছে৷ পুলিশ থানা ও হাসপাতালে আজ ভাংচুর চালায় বিক্ষোভকারীরা৷

https://p.dw.com/p/10wS7
ভারতের বিপুল বিদ্যুৎ চাহিদা মেটাতে পরমাণু শক্তির উপর নির্ভরতা বাড়ছেছবি: AP

পুলিশের গুলিতে মারা যায় একজন৷ উপদ্রুত এলাকায় জারি করা হয় কারফিউ৷

মহারাষ্ট্রের উপকূলবর্তী রত্নগিরি জেলার জায়তাপুরে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে দানা বাঁধছে গণঅসন্তোষ৷ তাতে ইন্ধন জুগিয়েছে জাপানের সাম্প্রতিক পরমাণু বিপর্যয়৷ প্রথমত, জায়তাপুর এলাকাটি কোঙ্কন উপকূলভাগে৷ স্থানীয় মৎসজীবী ও কৃষিজীবীদের আশঙ্কা, ঐ পরমাণু কেন্দ্রের বর্জ্য পদার্থে দূষিত হবে সমুদ্রের জল ও মাটি৷ ক্ষতিগ্রস্ত হবে তাঁদের রুজিরোজগার৷ পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, জীববৈচিত্র্যের দিক থেকে সবথেকে সংবেদনশীল এলাকা কোঙ্কন উপকূলভাগ ধ্বংস হয়ে যাবে৷ বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন, জায়তাপুর পরমাণু প্রকল্পটি ভূ-কম্পন প্রবণ অঞ্চলে পড়ে৷ তাই যদি জাপানের মত অবস্থা হয়, তাহলে তা সামাল দেবার মত অবস্থায় নেই ভারত৷ ঘন বসতিপূর্ণ ভারতে তার ফল হবে ভয়াবহ৷এই প্রকল্পের নিরাপত্তা, সুরক্ষা ও দূষণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক৷

Indien Anti-Atom-Demo Flash-Galerie
নাগরিক সমাজের একাংশ পরমাণু শক্তির বিরোধিতা করছেছবি: dapd

প্রস্তাবিত জায়তাপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মঙ্গলবার সহিংস চেহারা নেয়৷ বিক্ষোভকারীরা পুলিশ থানা, জেলা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় সরকারি যানবাহনে আগুন লাগায়৷ পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে, লাঠি চালায় এবং শেষে গুলি চালায়৷ মারা যায় একজন৷কারফিউ জারি করা হয় উপদ্রুত এলাকায়৷ গুলি চালনার বিচারবিভাগীয় তদন্তের আদেশ দেন সরকার৷ কোঙ্কন বিনাশকারী প্রকল্প বিরোধী সমিতি আগামী ২৩শে এপ্রিল কোঙ্কন উপকূল ধরে তারাপুর থেকে ৫০০ কিলোমিটার পথযাত্রা করে যাবে জায়তাপুরে৷ ঐ মিছিলে সামিল হবে পশ্চিমবঙ্গের হরিপুর এবং গুজরাটের কাকরাপার পরমাণু প্রকল্প বিরোধীরা৷

অন্যদিকে, রাজনৈতিক রঙ চড়িয়ে এটাকে একটা রাজনৈতিক ইস্যু করে তুলতে চাইছে শিবসেনা, বিজেপি ও মহারাষ্ট্র নবনির্মান সেনার মত রাজনৈতিক দলগুলি৷ আক্রমণের নিশানা করছে কংগ্রেস ও এনসিপির শাসক জোটকে৷ পুলিশের গুলি চালনার জন্য শিবসেনার নির্বাহী সভাপতি উধব ঠাকরে হুমকি দিয়েছেন, এরজন্য রাজ্য সরকারকে চড়া দাম দিতে হবে৷ তারা আজ রত্নগিরিতে হরতাল ডাকে৷

আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, পরমাণু বিজ্ঞানী ও পরিবেশবিদরা এই প্রকল্পের বিরোধিতায় যেভাবে সরব হয়েছেন, তাতে চিন্তিত মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চহ্বন৷

জায়তাপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে খরচ হবে এক হাজার কোটি মার্কিন ডলার৷ উৎপাদন ক্ষমতা ৯৯০০ মেগাওয়াট বিদ্যুৎ৷ এর জন্য ফ্রান্স দেবে ৬টি পরমাণু চুল্লি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক