1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের আইপিএল টুর্নামেন্ট?

অনিল চট্টোপাধ্যায় নতুনদিল্লি
১৯ মে ২০১৮

ভারতে আগামী বছর তিনেকের মধ্যে শুরু হতে চলেছে মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট৷ একথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দল, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটস এর সিইও বিনোদ রাই৷

https://p.dw.com/p/2xxMJ
ছবি: Imago/Action Plus/M. Kerton

তার আগে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হিসেবে মেয়েদের একটি প্রদর্শনী টি-টুয়েন্টি ম্যাচ হবে৷ ২০০৮ থেকে চলে আসা ছেলেদের আইপিএল টুর্নামেন্টের পাশাপাশি মেয়েদের আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আর বছর তিনেকের মধ্যেই৷ মেয়েদের আইপিএল যাতে জনপ্রিয় এবং আকর্ষণীয় হয়ে ওঠে সেজন্য সব রকম তোড়জোড় শুরু হয়েছে৷ তার আগে বিশ্বের শীর্ষ স্থানীয় নারী ক্রিকেট প্লেয়ারদের নিয়ে টি-টুয়েন্টি নামে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে আগামী সপ্তাহে ২২শে মে মুম্বাই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ খেলা হবে বিসিসিআই বনাম আইপিএল একাদশের মধ্যে৷ টিমের নাম হবে আইপিএল ট্রেলব্রেজার্স বনাম আইপিএল সুপারনোভা৷ এতে ২৬জন খেলোয়াড় অংশ নেবেন, তারমধ্যে ১০জন আন্তর্জাতিক ক্রিকেট তারকা৷

‘সোনি টিভির মত সংস্থাগুলি মেয়েদের সেইসব ম্যাচ ব্রডকাস্ট বা টেলিকাস্ট করার আগ্রহ দেখিয়েছে’

ট্রেলব্লেজার্স টিমের ক্যাপটেন হবেন ভারতের স্মৃতি মান্ধানা৷ আর সুপারনোভা দলের ক্যাপটেন হবেন হরমনপ্রীত কাউর৷ ইংল্যান্ডের ডি. ইয়াট, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসি পেরি এবং নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সুজি বেটস ম্যাচে যোগ দেবেন৷ ভারতীয় দলে অন্যান্যদের সঙ্গে থাকছেন মিথিলা রাজ, ঝুলন গোস্বামী দীপ্তি শর্মা, শিখা পান্ডে, একতা বিস্ট, পুনম যাদব,রাজেশ্বরী গাইকোয়াড, অনুজা পাটিল,তানিয়া ভাটিয়া বেদ কৃষ্ণমূর্তি, মোনা মেসরাম. পূজা বস্রাকার. দুই দলের কোচ হবেন যথাক্রমে তুষার আরোথে এবং বিজু জর্জ৷  সংবাদ মাধ্যমকে একথা জানালেন, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটর বিনোদ রাই৷

নতুন আইপিএল টুর্নামেন্টের খুঁটিনাটি বিষয় চূড়ান্ত না হলেও তিনি আশা করেন, দুই-তিন বছরের মধ্যেই মেয়েদের আইপিএল শুরু হবে৷ গত বছর ইংল্যান্ডে প্রমিলা বিশ্বকাপ ক্রিকেট ভারতীয় দলের ফাইনালে ওঠার পর থেকেই ভারতে মেয়েদের আইপিএল টুর্নামেন্টের জন্য চাপ বাড়ছিল৷ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, ছেলেদের আইপিএল টুর্নামেন্ট যেমন মসৃণ গতিতে চলেছে, আশা করা যায়, অনুরুপ কাঠামো থাকবে মেয়েদের আইপিএলে৷ বিভিন্ন ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চলছে এবং ফলাফল খুশি হবার মতো৷

জার্মান নারী ক্রিকেট দলের অধিনায়ক কে?

ক্রীড়া সাংবাদিক কৌশিক দাস মেয়েদের আইপিএল সম্পর্কে ডয়চে ভেলেকে বললেন, ‘‘গত বছর বিশ্বকাপ ফাইনালে ওঠার পর থেকেই মেয়েদের ক্রিকেট নিয়ে বড়সড় প্রচার শুরু হয়৷ স্পনন্সররাও আগ্রহ দেখিয়েছে৷ সোনি টিভির মত সংস্থাগুলি মেয়েদের সেইসব ম্যাচ ব্রডকাস্ট বা টেলিকাস্ট করার আগ্রহ দেখিয়েছে৷ স্পনন্সরশিপের কথা মাথায় রেখেই বোর্ড এটা করতে যাচ্ছে৷''

মেয়েদের আইপিএল কতটা জনপ্রিয় হবে, সেই প্রসঙ্গে ক্রীড়া সাংবাদিক কৌশিক দাস মনে করেন, প্রথম দিকে ছেলেদের আইপিএলের মত মেয়েদের আইপিএল ততটা জনপ্রিয় হবে না, হবার প্রশ্নই নেই৷ এজন্য সময় লাগবে৷ তবে যতটা হয় আর কি! আইপিএলে মেয়ে ক্রিকেটাররা অবশ্যই উপকৃত হবেন৷ এই তো অস্ট্রেলিয়ায় খেলছেন হরমনপ্রীত কাউর৷ বিদেশি ক্রিকেটারদের টেকনিক ও দক্ষতা রপ্ত করতে সুবিধা হবে৷ মেয়েদের আইপিএলে নিরাপত্তার বিষয়ে তিনি মনে করেন, নিরাপত্তা এখানে কোনো ইস্যুই নয়৷ এমনিতে মেয়েরা হরদম লোকাল টুর্নামেন্টে খেলছেন৷ সেখানে পুলিসও থাকেনা৷ আগামী সপ্তাহে মুম্বাইএ মেয়েদের টি-টুয়েন্টি ম্যাচ একটা প্রোমো হিসেবে কাজ করবে, সন্দেহ নেই৷ সেই সঙ্গে স্পন্সরশিপ টানার কাজও করবে এবং সেটাই মেয়েদের আইপিএল টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণ করবে৷

অন্যদিকে রমরমিয়ে চলছে ছেলেদের আইপিএল টুর্নামেন্ট৷ মোট আটটি টিম খেলছে৷ ১৩টি ম্যাচ হোয়ে গেছে আর বাকি মাত্র কয়েকটি ম্যাচ৷  এ পর্যন্ত সব থেকে এগিয়ে আছে সানরাইজ হায়দ্রাবাদ টিম৷ ১৩টি ম্যাচে তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট৷ দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস৷ ১২টি ম্যাচে ১৬ পয়েন্ট৷ কলকাতা নাইট রাইডার্স ১৩টি ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট৷

প্রতিবেদনটি কেমন লাগলো বন্ধু? জানান নীচের ঘরে৷