1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মোবাইল ও টয়লেটের সংখ্যা এবং ল্যারি কিং এর অষ্টম তালাক

১৫ এপ্রিল ২০১০

ভারতে টয়লেটের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা নাকি অনেক বেশি! শতাধিক কোটি মানুষের এই দেশের অর্ধেক জনসংখ্যাই মোবাইল ফোন ব্যবহার করে থাকে৷ অথচ তাদের সবাই স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে না৷

https://p.dw.com/p/MwW3
ছবি: picture-alliance / dpa

বুধবার জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য৷

কানাডা ভিত্তিক জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে মোট সাড়ে ৫৪ কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করে থাকে, যা দেশটির ক্রমবর্ধমান অর্থনীতির দিকেই ইঙ্গিত করছে৷ কিন্তু স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছে এমন মানুষের সংখ্যা মাত্র ৩৬ কোটি ৬০ লাখ যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩১ ভাগ৷ গত ২০০০ সালে ভারতে প্রতি দুইশ জনের মধ্যে একজনের কাছে একটি মোবাইল ফোন ছিলো, আর এখন প্রতি ১০০ জনের মধ্যে গড়ে ৪৫ জনই মোবাইল ফোনের মালিক৷ জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পরিচালক জাফর আদিল বলেন, এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে ভারতের মত অর্থনৈতিক ভাবে অগ্রসরমান একটি দেশের প্রায় অর্ধেক লোক মোবাইল ফোন ব্যবহার করে, অথচ তারা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে না৷ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে যে গোটা বিশ্বের ১১০ কোটি লোকের স্বাস্থ্য সম্মত টয়লেট সুবিধা নেই৷

Buchcover My Remarkable Journey Larry King
ল্যারি কিং কে নিয়ে লেখা বইয়ের কভার

ল্যারি কিং এর অষ্টম তালাক

মার্কিন টিভি তারকা ল্যারি কিং তাঁর টক শোর কারণে বেশ জনপ্রিয়৷ সিএনএন এ প্রচারিত তাঁর নিয়মিত টক শো ল্যারি কিং লাইভ এ উঠে আসে নানা দেশের নানা মানুষের কথা৷ কিন্তু এবার তিনি নিজেই খবরের শিরোনাম হতে চললেন৷ বুধবার জানা গেছে, বনিবনা না হওয়ায় স্ত্রী শন সাউথউইকের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি৷ ল্যারি কিং এর এক মুখপাত্র জানিয়েছেন এই তথ্য৷ তবে এই নিয়ে কোন কথা বলছেন না কিং৷ এর আগে আরও সাতবার বিয়ে করলেও এই নিয়ে আটবারের মত তালাকনামায় সই করতে যাচ্ছেন মার্কিন এই টিভি তারকা৷ কারণ সাবেক স্ত্রী আলিন এ্যাকিন্সকে দুই বার বিয়ে করেও সংসার টিকিয়ে রাখতে পারেননি ল্যারি কিং৷ যা-ই হোক ৭৬ বছরের কিং ও তাঁর স্ত্রী দুইজনই এই তালাকের ব্যাপারে আগে থেকেই বোঝাপড়া করে নিয়েছেন বলে জানা গেছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: ফাহমিদা সুলতানা