1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে শুরু হচ্ছে প্রথম ‘ই-সিরিয়াল'

১৮ জুলাই ২০১০

টেলিভিশন সিরিয়াল নিয়ে মেতে রয়েছে – এমন মানুষের সংখ্যা কম নয়৷ নির্দিষ্ট সময়ে সিরিয়াল দেখতে না পারলে তাদের মনে হয়, দিনটাই বৃথা গেল৷ ভারতে এবার শুরু হতে চলেছে প্রথম ই-সিরিয়াল৷

https://p.dw.com/p/OOIO
ভারতে ‘সিরিয়াল কিলার’এর সংখ্যা কম নয়ছবি: AP

সিরিয়াল মানেই টেলিভিশনের পর্দা – এই চিত্রটা এবার বদলে যেতে চলেছে৷ আগামী মাসে ভারতে শুরু হতে চলেছে প্রথম ‘ই-সিরিয়াল'৷ দেখা যাবে শুধু ইন্টারনেটের মাধ্যমে৷ ‘আই সিরিয়াল স্টার' নামের এই অনুষ্ঠানের মূল স্পনসর মারুতি সুজুকি৷

ভারতে ‘নেটিজেন'এর সংখ্যা কমপক্ষে ৬ কোটি বলে ধরে নেওয়া হয়৷ তবে ইন্টারনেট ব্যবহারকারীদের ধৈর্য কম৷ তারা মনিটরের পর্দায় একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পছন্দ করে না৷ তাই সিরিয়ালের প্রতিটি এপিসোডের সময় বেঁধে দেওয়া হচ্ছে ৫ মিনিট করে৷ মোট ২৪টি এপিসোড থাকছে ভারতের প্রথম ‘ই-সিরিয়াল'এ৷

Die junge Schauspielerin Avika Gor
ছোট পর্দা প্রতিভাধরদের বেছে নেওয়ার মঞ্চ হয়ে দাঁড়িয়েছেছবি: UNI

আজকাল সাধারণ মানুষের মধ্য থেকে প্রতিভাধরদের বেছে নেওয়ার জন্য যে ধরণের ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়েছে, এই ‘ই-সিরিয়াল'ও সেই ধারায় তৈরি৷ ৮ জন অভিনেতা, ২ জন পরিচালক ও ২ জন চিত্রনাট্য লেখক ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্য থেকে বেছে নেবেন সেরা প্রতিভাধরদের৷ বিচারকরা প্রাথমিক পর্যায়ে যে সব প্রার্থীদের বেছে নেবেন এবং যারা সবচেয়ে বেশি ভোট পাবেন, তারাই ধাপে ধাপে এগিয়ে যাবেন৷

গোটা প্রক্রিয়াটা ইন্টারনেটেই হচ্ছে বলে কিছু বাড়তি সুবিধা রয়েছে৷ আগ্রহী প্রার্থীরা আইবিআইবিও ডট কম'এর ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে ভিডিও বা চিত্রনাট্য আপলোড করতে পারেন৷ বাকিরা তা খতিয়ে দেখে ভোট দিতে পারেন৷ ভারতে ইন্টারনেট যেভাবে ছড়িয়ে পড়ছে, যে ভবিষ্যতে এমন মাল্টিমিডিয়া অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক