1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে সি কিউকাম্বার সংরক্ষণের অভিনব উদ্যোগ

১৪ সেপ্টেম্বর ২০২১

দেখতে শসার মতো হলেও সি কিউকাম্বার এক সামুদ্রিক প্রাণী৷ সমুদ্রের ইকোসিস্টেম রক্ষায় এর অবদান কম নয়৷ বিপুল চাহিদার কারণে হুমকির পরিপ্রেক্ষিতে ভারতে বাঘ ও হাতির পর্যায়ে সুরক্ষা পাচ্ছে সি কিউকাম্বার৷

https://p.dw.com/p/40KEG
Eco India | Sea Cucumber
ছবি: DW

শুধু ভারতের প্রায় দক্ষিণতম প্রান্তে মণ্ডপম নামের স্থানীয় জেলেদের গ্রাম নয়, দেশের বাকি অংশ এবং প্রতিবেশী দেশ চীনেও অদ্ভুত এক জীবের পরিচিতি বাড়ছে৷

সি কিউকাম্বার নামের এই জীব ৩০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে৷ সংরক্ষণবাদীরা এই সামুদ্রিক প্রাণী সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন৷ ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউটের গবেষক রুক্মিণী শেখর এই প্রাণীর গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘‘সি কিউকাম্বারকে সমুদ্রে কেঁচো বলা হয়৷ ঠিক যেভাবে কেঁচো চাষির বন্ধু হিসেবে পরিচিত৷ সি কিউকাম্বার সমুদ্রে সেই ভূমিকা পালন করে, অর্থাৎ সেখানকার মাটি আরও উর্বর করে তোলে৷ সেটা সমুদ্রের নীচের মাটিতে সামুদ্রিক ঘাসের মতো জীবের জন্য উপকারী৷ এমনকি উপরে পানির স্তম্ভেরও ভালো হয়৷''

গত চার বছর ধরে বন বিভাগের স্থানীয় রেঞ্জ অফিসার এস সতীশ সি কিউকাম্বার সংরক্ষণের ব্রত নিয়েছেন৷ ইকোলজির ক্ষেত্রে এই প্রাণীর গুরুত্বের জন্যই তিনি এমনটা করছেন৷ সতীশ বলেন, ‘‘সি কিউকাম্বারের মল অ্যালকালাইন বা ক্ষারীয় প্রকৃতির৷ ফলে সেটি সমুদ্রের নীচের মাটির বেড়ে চলা অ্যাসিডিটি কমিয়ে দেয়৷ সেই প্রক্রিয়ার ফলে নীচের প্রবাল প্রাচীরও ব্লিচিংয়ের প্রভাব থেকে বেঁচে যায়৷ কোরাল রিফ সুস্থ থাকলে আশেপাশের মাছ, চিংড়ি, কাঁকড়াও ভালো থাকে৷ অর্থাৎ সমুদ্রে সি কিউকাম্বার সমৃদ্ধ থাকলে তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের জোগান নিশ্চিত করা সম্ভব৷''

ভারতে সি কিউকাম্বার সংরক্ষণ

চাহিদা বাড়ার পর থেকেই সি কিউকাম্বার হুমকির মুখে পড়েছে৷ বিশেষ করে চীনে এর বিপুল চাহিদা রয়েছে৷ শুকনো সি কিউকাম্বার অত্যন্ত জনপ্রিয় পদ, সেটিকে অ্যাফ্রোডিজিয়াক বা কামোদ্দীপক হিসেবেও গণ্য করা হয়৷ ফলে গত পাঁচ বছরে ভারতে এই প্রাণীর চোরাশিকার ১৩ গুণ বেড়ে গেছে৷ এস সতীশ এ বিষয়ে বলেন, ‘‘অনেক তরুণ এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷ বড় চোরাচালানকারীরা তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল৷ তাদের বলা হচ্ছিল, বড়জোর পাঁচ-দশদিন জেলে থাকতে হবে৷ তারপর ছাড়া পেলে কেস তুলে নেওয়া হবে৷ কিন্তু বন বিভাগের সচেতনতা অভিযানের মাধ্যমে আমরা আবার স্পষ্ট করে বলেছি যে, এই কাজ অত্যন্ত বিপজ্জনক৷ শাস্তির মাত্রা বাঘ বা হাতির চোরাশিকারের মতো হতে পারে৷''

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সি কিউকাম্বার তফসিল ১ তালিকার অন্তর্গত পড়ে৷ অর্থাৎ এমন অপরাধের শাস্তি হিসেবে দুই লাখ ভারতীয় টাকা পর্যন্ত জরিমানা এবং জেলও হতে পারে৷ বনবিভাগের কর্মকর্তারা চোরাচালান রুখতে নিয়মিত টহল দেন এবং গ্রামের মানুষকে এমন অপরাধের শাস্তি সম্পর্কে সচেতন করেন৷ ধরা পড়ার পর কয়েকজন প্রাক্তন চোরাশিকারীর যথেষ্ট শিক্ষা হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক ব্যক্তি নিজের অভিজ্ঞতার বর্ণনা দিলেন৷ তিনি বলেন, ‘‘একবার পোচিং করতে গিয়ে ধরা পড়েছিলাম৷ আমাকে বলা হয়েছিল, তিন থেকে সাত বছর জেল হবে৷ সমাজের বয়স্ক মানুষরা তখন স্থির করলেন, বেআইনি কাজ করা ভুল৷ তাই আমরা শুধু মাছ ও কাঁকড়া ধরার সিদ্ধান্ত নিলাম৷ জালে সি কিউকাম্বার ধরা পড়লেও আমরা আবার পানিতে ছেড়ে দেই৷''

কিন্তু জেলেদের এই সম্প্রদায়ের পক্ষে বিষয়টা মেনে নেওয়া সহজ হয়নি৷ কারণ তারা বহু যুগ ধরে নিজস্ব চাহিদা মেটাতে সি কিউকাম্বার ধরতেন৷ ২০০১ সালে নিষেধাজ্ঞার ফলে তাঁদের জীবিকার উপর প্রভাব পড়েছে৷ জেলে ও গ্রামের মোড়ল হিসেবে কে মুরুগেসন মনে করেন, ‘‘বছরের নির্দিষ্ট কিছু সময়ে সি কিউকাম্বার ধরার অনুমতি থাকলেও জেলেরা বেঁচে যেত৷ দক্ষিণে থোটুকুড়ি থেকে শুরু করে উত্তরে রামেশ্বরম পর্যন্ত ডুবুরিদের সংগ্রাম করতে হচ্ছে৷ মাঝেমধ্যে তারা চারটি করে সি কিউকাম্বার ধরার সুযোগ দিলে দু'শো টাকা দরে সেগুলি বিক্রি করতে পারতো৷ তখন প্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্য ছিল৷''

সি কিউকাম্বারকে কেন্দ্র করে জটিল এক সমস্যা সৃষ্টি হয়েছে৷ সতীশের মতো ফরেস্ট অফিসাররা চোরাশিকারীদের উপর নজর রেখে এই প্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে পারলে উপকূলবর্তী সামুদ্রিক ইকোসিস্টেমের পক্ষে টিকে থাকা সহজ হবে৷ তখন স্থানীয় মৎসজীবীরা আবার নিজেদের জীবিকা ফিরে পাবেন৷

কাটেরিন গিলোন/এসবি