1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-চীন সম্পর্ক নতুন চাপের মুখে

২৭ আগস্ট ২০১০

নতুন ইস্যু নিয়ে ভারত-চীন সম্পর্কে নতুন চাপ৷ ভারতের নর্দান কমান্ডের প্রধান লেঃ জেনারেল বিসওয়ালকে বেজিং সফরে ভিসা দিতে চীন অস্বীকার করেছে, যেহেতু বিতর্কিত কাশ্মীর এই কমান্ডের অধীনে৷

https://p.dw.com/p/Oy4w
ভারত-চীন সম্পর্ক নতুন চাপের মুখেছবি: picture-alliance/ dpa

ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়ে চীনের সামরিক প্রধিনিধিদলের ভারত সফরও স্থগিত রেখেছে৷

চীনের সঙ্গে সীমান্ত বিরোধ মেটেনি৷ অরুণাচল প্রদেশ ও দলাই লামা ইস্যু নিয়ে চীনের আপত্তি যথারীতি রয়ে গেছে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসা বিবাদ৷ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অধীনে নর্দান কমান্ডের প্রধান লেঃ জেনারেল বি.এস বিসওয়ালের যাবার কথা ছিল বেইজিং৷ যেহেতু ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর পড়ে নর্দান কমান্ডের অধীনে, তাই জেনারেলকে ভিসা দেয়া যাবেনা বলে জানিয়েছে চীন৷ এর কড়া প্রতিবাদ জানিয়ে চীনের সামরিক প্রতিনিধিদলের আসন্ন ভারত সফর স্থগিত রেখেছে নতুনদিল্লি৷ বলেছে, এবিষয়ে চীনের আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল৷

Dalai Lama im Grenzgebiet zwischen China und Indien
দলাই লামা ইস্যু নিয়ে চীনের আপত্তি যথারীতি রয়ে গেছেছবি: AP

ভারতের রাজনৈতিক দলগুলি এর প্রতিবাদে সরব৷ কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারি মনে করেন, চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারত, কিন্তু সেটা একতরফা হতে পারেনা৷ আত্মসম্মান বিকিয়ে নয়৷ বিরোধী দল বিজেপি মুখপাত্র প্রকাশ জাভেদকর বলেন, বেইজিং যেভাবে অরুণাচল প্রদেশ,কাশ্মীর ইস্যু তুলছে, তাতে সাফ বলা দরকার – কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ চীনের এই আচরণ ভারতের চরম অপমান৷ উল্লেখ্য, গত বছর ভারতীয় কাশ্মীরিদের পাসপোর্টে আলাদা কাগজ সেঁটে চীন ভিসা দেয়া শুরু করলে ভারত তার প্রতিবাদ জানায়৷ কাশ্মীর আজ ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত৷ তাতে নতুন ভাগ বসাতে চাইছে চীন এই বলে যে, কাশ্মীরের কিছুটা অংশ তিব্বতের৷ প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনি অবশ্য চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ছিন্ন করার সম্ভাবনা বাতিল করে বলেন, চীনের সঙ্গে সম্পর্ক এমনিতে ভাল, যদিও মাঝেমধ্যে সাময়িক সমস্যা দেখা দেয়৷

চীন কেন বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের ওপর চাপ বাড়িয়ে চলেছে, সে সম্পর্কে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডঃ অমল মুখোপাধ্যায় ডয়চে ভেলে বলেন, দঃপূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারে ভারত ও চীন একে অপরের এক নম্বর প্রতিদ্বন্দ্বী৷ দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতীয় বাজারে থাবা বসাতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে চীনের৷ দ্বিতীয়তঃ, ভারতের লুক ইস্ট নীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত এক বড় জায়গা নিয়েছে, সেটা বেজিং-এর নাপসন্দ৷ সম্পর্কে চাপ সৃষ্টির এটাই মূল কারণ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন