1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা

ঋতিকা রায়/এসি১৭ অক্টোবর ২০১৫

হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে দেশব্যাপী বিফ ব্যান-এর কথা বিবেচনা করতে বলেছেন৷ বিভিন্ন রাজ্যে আপাতত বিফ ব্যান সংক্রান্ত শত শত মামলার শুনানি চলেছে৷

https://p.dw.com/p/1GpCX
ছবি: picture-alliance/Asia News Network/Jofelle P. Tesorio

পরিপূর্ণ বিফ ব্যান বলতে বোঝাবে শুধু গোমাংস ভক্ষণ নিষেধ নয়, সেই সঙ্গে গরুর মাংসের আমদানি-রপ্তানি ও কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা৷ আদালত কেন্দ্রীয় সরকারকে বিষয়টি বিবেচনার জন্য তিন মাস সময় দিয়েছে৷ ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট আপাতত বিফ ব্যান সংক্রান্ত শত শত মামলার শুনানি নিয়ে ব্যস্ত৷

একদিকে আদালত বিফ ব্যান সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত, অপরদিকে হাজার হাজার মামলা শুনানি পড়ে রয়েছে – এই পরিস্থিতির সমালোচনা করেছেন অনেকে৷ পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০১৪ সালের জুন মাস পর্যন্ত ভারতের ২৪টি উচ্চ আদালতে অমীমাংসিত মামলার সংখ্যা ছিল প্রায় ৪৫ লাখ, অর্থাৎ হাইকোর্ট প্রতি দু'লাখ মামলা ‘পেন্ডিং'! সবচেয়ে খারাপ অবস্থা উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ হাইকোর্টের: সেখানে পেন্ডিং মামলার সংখ্যা সত্তর লাখ৷ বলতে কি, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও মামলা বকেয়া পড়ে আছে৷

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন দূত ডেভিড স্যাপারস্টাইন বলেছেন যে, যুক্তরাষ্ট্র সারা ভারতে ‘‘সহিষ্ণুতা ও ভদ্রতার'' আদর্শ বাস্তবে রূপায়িত করার জন্য মোদী সরকারকে উৎসাহ দেবে৷ দাদরি হত্যাকাণ্ড যাবৎ অনেকদিন নিশ্চুপ থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘটনাটিকে ‘‘দুর্ভাগ্যপূর্ণ'' বলে অভিহিত করেছেন – যা সমাজসেবী ও আন্দোলনকারীদের নিরাশ করেছে, কেননা তারা আরো কড়া এবং জোরালো মন্তব্য প্রত্যাশা করেছিলেন৷

যুক্তরাষ্ট্রের ২০১৪ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট অনুযায়ী গতবছর ভারতে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত খুন, গ্রেপ্তারি, দাঙ্গা, জোর করে ধর্মান্তর ইত্যাদি ঘটেছে৷ এছাড়া পুলিশও কিছু কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নিতে পারেনি৷ উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মে অবধি ভারতে ইউপিএ সরকার ক্ষমতাসীন ছিল এবং পরে এনডিএ সরকার ক্ষমতায় আসে৷ রিপোর্টের ব্যাপারে স্যাপারস্টাইন অবশ্য বলেছেন, ‘‘আমরা কোনো মূল্যায়ন করিনি, শুধুমাত্র তথ্য পরিবেশন করেছি৷''

সারা ভারতেই গরুর মাংস নিষিদ্ধের দাবি উঠেছে৷ এ বিষয়ে আপনার মন্তব্য লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য