1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ

১৭ ফেব্রুয়ারি ২০১০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৪৭ রানে পিছিয়ে থেকে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে তিন উইকেটের বিনিময়ে ১১৫ রান করেছে৷ এখনও তারা ২৩২ রানে পিছিয়ে রয়েছে৷

https://p.dw.com/p/M48R
স্পিনার হরভজনের হাতেই এখন এই টেস্টের ভবিষ্যৎছবি: AP

ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ছয় উইকেটে ছয় শ তেতাল্লিশ রান করে৷ ফলে দেশটি দক্ষিণ আফ্রিকার ওপর ভীষণ চাপ সৃষ্টি করে দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে জয় লাভের জন্য৷ জয়ী হলে সিরিজে সমতা আসবে এবং ভারত টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিশ্বে তার প্রথম স্থান অক্ষুন্ন রাখতে পারবে৷ আর ম্যাচটি যদি ড্র হয় তাহলে দক্ষিণ আফ্রিকা প্রথম স্থান দখল করবে৷ উল্লেখ্য যে, ভারত নাগপুরে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ও ছয় রানে পরাজিত হয়৷

টেস্ট সিরিজের পর তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুর, গোয়ালিয়র ও আহমেদাবাদে৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক