1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র, সেরা হরভজন

৮ নভেম্বর ২০১০

ম্যাচ সেরা হয়েছেন ভারতের হরভজন সিং৷ খেলার ফলাফল - ড্র৷ আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের ফলাফল এটি৷

https://p.dw.com/p/Q1fk
হরভজন সিংছবি: UNI

খেলার পঞ্চম ও শেষ দিনে ভারতের দেয়া ২৯৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১ উইকেটে ২২ রান করে নিউজিল্যান্ড৷ ফলাফলের সম্ভাবনা না থাকায় উভয় অধিনায়কের সম্মতিতে টেস্ট ড্র ঘোষণা করা হয়৷

টেস্টের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হরভজন সিং এর ব্যাট করার কৌশল দেখে হয়তো অনেকটাই লজ্জা পেয়েছিলেন ভারতের সেরা ব্যাটসম্যানেরা৷ দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাট করেন হরভজন সিং৷

রবিবার ধোনি ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দলীয় ৬৫ রানে আউট হওয়ার পর মাঠে নেমে ঝানু ব্যাটসম্যানের মতো দৃঢ়তায় খেলেন হরভজন৷ যেন তিনিই হচ্ছেন ভারতের ত্রাতা ব্যাটসম্যান৷ রান তুলতে ভিভিএস লক্ষণ যখন হিমশিম খাচ্ছিলেন, তখন ভিন্ন চেহারায় হরভজন, অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো খেলে চলেন তিনি৷

রবিবার এ দুইজন ১৭ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন৷ সোমবার সকালে প্রথম ঘণ্টায় দু'জনের সাবলীল ব্যাটিং দেখে বোঝার উপায় ছিলনা ৪র্থ দিনের শেষ সেশনে ভারতের উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেছে!

রান তোলার গতি শ্লথ হলেও ভারতকে টেনছেন লক্ষণ৷ কঠিন এক সময়ে পেয়েছেন আরেকটি ফিফটির দেখা৷ আজই দিনের প্রথমভাগেই ২৯৫ রানের জয়ের লক্ষ্য ঠিক করে দিয়ে মাঠ ছাড়েন ভারতের ব্যাটসম্যানেরা৷ এরপর তারা মাঠ সাজান, মানে ফিল্ডিং এ নামেন৷ ব্যাট হাতে তখন কিউইরা৷ খেলতে নেমে ১ উইকেটে ২২ রান করে নিউজিল্যান্ড৷ এরপর দুই অধিনায়কের কথাবার্তা৷ মাঝে ছিলেন আম্পায়ার৷ এলো সিদ্ধান্ত, ড্র‘র৷ ম্যাচ সেরা হলেন ভারতের হরভজন সিং৷

তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় খেলাটি শুরু হবে শুক্রবার ১২ নভেম্বর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক