1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত সরকারের সঙ্গে ব্ল্যাকবেরি নির্মাতার সমস্যা মিটছেইনা

৪ ডিসেম্বর ২০১০

ব্ল্যাকবেরি ফোন তৈরির প্রতিষ্ঠান রিম-এর সঙ্গে ভারত সরকারের আলোচনায় এখনো কোনো সমাধান আসেনি৷ ফলে আগামী ৩১ জানুয়ারীর পর কী পরিস্থিতি হতে পারে তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে৷

https://p.dw.com/p/QPmJ
ব্ল্যাকবেরি ফোনছবি: DPA

ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করে যে এসএমএস ও ইমেইল চালানো হয় সে তথ্যগুলো ভারত সরকার পর্যবেক্ষণ করতে চায়৷ কারণ কাশ্মীর থেকে শুরু করে দেশটির অনেক জায়গায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে৷ ভারত সরকারের ভয়, এই গোষ্ঠীগুলো ব্ল্যাকবেরি ফোনের সুবিধা ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে৷

কিন্তু ব্ল্যাকবেরি তাদের কাস্টমারের গোপনীয়তার কথা বিবেচনা করে ভারত সরকারকে এ ধরণের সুবিধা দিতে রাজি নয়৷ আবার সরকারও মনে করছে, যদি সম্পূর্ণভাবে ব্ল্যাকবেরি বন্ধ করে দিতে হয় তাহলে দেশটির ব্যবসায়ীরা বিপদে পড়তে পারেন৷ কারণ মোট ১১ লক্ষ ব্ল্যাকবেরি ব্যবহারকারীর অধিকাংশই বড় ব্যবসায়ী৷ তাই দুই পক্ষই চায় একটা শান্তিপূর্ণ সমাধানে আসতে৷ কিন্তু এখনো সে পথের দেখা পাওয়া যাচ্ছেনা৷

এই অবস্থায় সরকার তৃতীয়বারের মতো ব্ল্যাকবেরি ব্যবহারের সময়সীমা বেঁধে দিয়েছে৷ যেটা শেষ হচ্ছে ৩১ জানুয়ারী৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়