‘ভালো সিনেমা দেখতে চাই’ | পাঠক ভাবনা | DW | 09.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভালো সিনেমা দেখতে চাই’

বাংলাদেশের যে কোনো বিষয়ে আলোচনা হলে নিশ্চয় কোনো না কোনো বাংলাদেশি একটু নড়ে বসেন৷ তার চেয়েও একটু বেশি নড়ে চড়ে বসেন যদি বাংলাদেশের কোন সিনেমার আলোচনা হয়৷ কারণ বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা আজও সিনেমাকে ভালবাসেন৷

ভালবাসেন বাংলাকে, সৃজনশীল সমাজের প্রতিটি মানুষই চিন্তা করে ব্যতিক্রম কিছু করার৷ আর সেই তাগিদেই হয়তো বাংলাদেশের চলচ্চিত্রের যখন ক্রান্তিকাল, ঠিক তখনই এই পরিস্থিতির মোকাবিলা করতে নেমে পড়েন একঝাঁক ভাল মানুষ৷ যারা সিনেমার ভাল-মন্দ বোঝেন, তাদের মধ্যে তানভির মোকাম্মেল, তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ ও মিশুক মনিরের মতো লোক৷ তার আগেও ছিলেন হুমায়ূন আহমেদ ও আরো অনেকে৷ ভারতীয় এই বন্ধুর সহায়তায় দারুণ এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই৷ সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন