1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খিদের তাড়নায় ভিক্ষে করে ভাল্লুকরা!

২৪ জানুয়ারি ২০১৭

দু'হাত তুলে দর্শকদের কাছে কিছু খেতে চাইছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিখ্যাত ‘সান বেয়ার'৷ এই হাড় জিরজিরে ভাল্লুকগুলো থাকে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী বান্দুং-এর একটি বেসরকারি চিড়িয়াখানায়৷

https://p.dw.com/p/2WI2e
Zoo Bären Indonesien
ছবি: Getty Images/AFP/T.Matahari

ইন্দোনেশিয়ায় যে বন্যপ্রাণী নিয়ে ব্যাপক বেআইনি ব্যবসা চলে, এ অভিযোগ অনেকদিনের৷ জীবজন্তুর প্রতি নির্মম আচরণও বিরল নয়৷ এছাড়া আছে আইন-শৃঙ্খলা বিভাগের গাফিলতি৷ এই পরিস্থিতিতে গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷

স্কর্পিয়ন ওয়াইল্ডলাইফ ট্রেড মনিটরিং গ্রুপের রিলিজ করা ভিডিওতে ক্ষুধিত, হাড় বের করা ভাল্লুকরা দু'হাত তুলে দর্শকদের কাছ থেকে আজেবাজে খাবার যা পাওয়া যায়, তাই ভিক্ষে করে খাচ্ছে৷


কংক্রিটের এনক্লোজারে তাদের বাস, সবুজের চিহ্নমাত্র নেই৷ সামনের পরিখায় পানি৷ ২০১৬ সালের মাঝামাঝি এই ক্ষুধার্ত ভাল্লুকগুলোকে আবিষ্কার করে স্কর্পিয়ন গোষ্ঠী৷ ভিডিওটি প্রকাশিত হবার পর সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন – পিটিশনে কর্তৃপক্ষের প্রতি সংশ্লিষ্ট চিড়িয়াখানাটির বিরুদ্ধে পদক্ষেপ নেবার দাবি জানানো হয়েছে৷ বান্দুং-এর মেয়র রিদওয়ান কামিল বলেছেন যে, বেসরকারি পার্কটির বিরুদ্ধে তাঁর কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার নেই, কেননা চিড়িয়াখানা পরিদর্শনের দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের উপর ন্যস্ত৷

চিড়িয়াখানার প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে, ভাল্লুকগুলো রোগা বলেই তারা ক্ষুধিত বা রুগ্ন নয়৷ মনে করা যেতে পারে, হৃদযন্ত্র ও ফুসফুসের রোগে আক্রান্ত একটি সুমাত্রার হাতি গত বছর এই চিড়িয়াখানায় বিনা চিকিৎসায় এক সপ্তাহ কাটানোর পর মারা যায়৷

এসি/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য