1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিয়েতনামি শিল্পীর হাতে তৈরি ‘চলচ্চিত্র’

১৪ মার্চ ২০১০

আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তির ব্যবহারে চলচ্চিত্র যখন এনেছে অভূতপূর্ব আলোড়ন, তখনও হাতে তৈরি ছবির মাধ্যমে বিনোদনের স্বাদ বিলিয়ে যাচ্ছেন ভিয়েতনামি শিল্পী গুয়েন ভান লঙ৷

https://p.dw.com/p/MSjn
ভিয়েতনামের জাতীয় সংগীত অ্যাকাডেমি (ফাইল ছবি)ছবি: Beethovenfest

তাঁর নিজস্ব শব্দ কলায় তিনি এই ছবি প্রদর্শন করেন যা একবারে মাত্র একজন দর্শকই উপভোগ করতে পারেন৷ সারাজীবন যে ছোট্ট কাঠের ঘরে কাটিয়েছেন, সেখানেই বসে ৬৩ বছর বয়সি লঙ বলেন, ‘‘আমার ছবি হাতে বানানো, এটিই হচ্ছে এর মূল্যবান দিক৷ আমার ছবি আধুনিক নয়৷'' তিনি জানান, ‘‘আমার মোট আড়াই শ' ছবি রয়েছে৷ এগুলোর মধ্যে আমি নিজে তৈরি করেছি ৫০ টি এবং আরো ২০০ টি কিনেছি৷''

১৯৫০ সালের দিকে ফরাসি শাসকরা যখন তাঁর দেশ ছেড়ে যায়, সেসময়ই তাদের কাছ থেকে ছবি প্রদর্শনীর এই কৌশল আয়ত্ব করেন লঙ৷ এর পর স্থানীয় তথ্য দপ্তরের প্রধান হিসেবে চাকরি ছেড়ে লঙ আত্মনিয়োগ করেন তাঁর এই শখের কাজে৷ লঙ জানান, একেকটি ফিল্ম তৈরি করতে তাঁর প্রায় তিনদিন সময় লাগে৷ এগুলো সাধারণত পুরোনো দিনের রূপকথা কিংবা প্রাণীজগতের রূপক গল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা৷

প্রথমদিকে তিনি এটি মূলত বিভিন্ন বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীদের জন্য প্রদর্শন করতেন৷ কিন্তু পরে চিড়িয়াখানায় এটির প্রদর্শন শুরু করেন৷ গত বছর অসুস্থতা এসে ভর করার পূর্ব পর্যন্ত প্রায় ১৭ বছর ধরে এই হাতে তৈরি চলচ্চিত্র প্রদর্শন করে আসছেন লঙ৷ রাজধানী হ্যানয়-এর নগর চিড়িয়াখানায় দেখা মিলতো লঙের৷ সেখানে তিনি শিশু এবং বয়স্কদের মনোরঞ্জন করে আসছেন দীর্ঘ দিন ধরেই৷

তাঁর ছবি দেখার জন্য মোলায়েম কোন আসন নেই৷ নেই বড় পর্দা৷ প্রয়োজন হয় না বৈদ্যুতিক সুবিধা৷ খোলা আকাশের নিচে একজন একজন করে দেখা যায় লঙের ছবির সংগ্রহ৷ অনবরত ছবি দেখার সাথে সাথে লঙের কণ্ঠে ধ্বনিত হতে থাকে গল্পমালা৷ এছাড়া হাতে থাকা ক্ষুদ্র বাদ্য যন্ত্রে বেজে ওঠে সুর লহরি৷ আধুনিক বাণিজ্যিক প্রেক্ষাগৃহের চেয়ে তাঁর ছবি দেখতে খরচ অনেক কম হয়৷ মাত্র ২০ সেন্ট খরচ করেই উপভোগ করা যায় লঙের হাতে তৈরি ‘ফিল্ম'৷

লঙ একটি প্লাস্টিক ব্যাগে করে বহন করেন তাঁর ফিল্ম প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ৷ এর মধ্যে রয়েছে এক গুচ্ছ ফ্লিপ কার্ডস৷ প্রত্যেকটি সাধারণ বিজনেস কার্ডের আকৃতির৷ এগুলোতে রয়েছে হাল্কা রঙের চকখড়ি দিয়ে আঁকা ছবি৷ তিনি এগুলোকে একটি কাঠের বাক্সের ছিদ্র দিয়ে দেখান৷ এগুলোকে আঙুল দিয়ে দ্রুত তালে সরাতে থাকলে তৈরি হয় একটি কাহিনীর রূপ৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক