1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুল্ফের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ার ঝড়

১ জুলাই ২০১০

দশম জার্মান প্রেসিডেন্ট পদে ক্রিস্টিয়ান ভুল্ফের নির্বাচন জার্মানির রাজনৈতিক অঙ্গনের পারস্পরিক সমস্যার এক নিদর্শন হয়ে থেকে যাবে নি:সন্দেহে৷ বিভিন্ন মহল থেকে দেখা যাচ্ছে নানারকমের প্রতিক্রিয়া৷

https://p.dw.com/p/O7SW
ক্রিস্টিয়ান ভুল্ফের সঙ্গে ইওয়াখিম গাউকছবি: picture alliance / dpa

কী বলছে রাজনৈতিক দলগুলো

প্রথম পর্বের ভোটে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের পছন্দের প্রার্থী, বা তথাকথিত সরকারি প্রার্থী ক্রিস্টিয়ান ভুল্ফের ঝুলিতে কম ভোট পড়ার পর থেকেই উল্লসিত বিরোধীরা৷ বিরোধী সামাজিক গণতন্ত্রী বা এসপিডি দলের শীর্ষ নেতা জিগমার গাব্রিয়েল সাফ বলেছেন, ম্যার্কেলের জোট সরকারেরই এই পরাজয়৷ আরেক বিরোধী দল সবুজ বা গ্রীনদের ওপরের সারির নেত্রী রেনাটে কুয়েনাস্ট আবার একটু ব্যঙ্গ করেই বলেছেন, প্রথম পর্বের ভোটের ফলাফল ম্যার্কেলকে আদৌ শক্তিশালী করেনি৷ টিভির পর্দায় সারাক্ষণই এই নির্বাচনের সরাসরি সম্প্রচার হচ্ছিল বুধবার৷ছিল বিচার বিশ্লেষণ এবং নানান মন্তব্য৷ সেখানেও বলা হয়েছে, ম্যার্কেলের জোটসঙ্গীদের অনেক সাংসদই এই ভোটে চ্যান্সেলরের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ যদিও সরকারের প্রধান জোটসঙ্গী এফডিপি-র শীর্ষ নেতা তথা পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের দাবি, তাঁর ধারণা তাঁর দলের তিন চারজনের বেশি ভুল্ফের বিরোধী প্রার্থী গাউককে ভোট দেন নি৷

NO FLASH Bundespräsidentenwahl 2010 CDU Christian Wulff
ছবি: AP

মিডিয়াতে বেশ সমালোচিত ম্যার্কেল

জার্মানির সবচেয়ে প্রচারিত দৈনিক বিল্ড-এর বক্তব্য, প্রেসিডেন্ট নির্বাচনের এই ফলাফল ম্যার্কেলের ওপর একটা মস্তবড় আঘাত৷ মধ্য দক্ষিণপন্থী সংবাদপত্র বলে পরিচিত ডি সাইট -এর বক্তব্য, দ্বিতীয় দফায় চ্যান্সেলর পদের দায়িত্ব নেওয়ার মাত্র নয়মাসের মাথায় ম্যার্কেল এবং তাঁর জোটের জন্য এই নির্বাচনের ফলাফল রীতিমত লজ্জার বিষয়৷ ব্যাপারটাকে মহাদুর্যোগ বলে আখ্যা দিয়েছে বাণিজ্য বিষয়ক দৈনিক হান্ডেলসব্লাট৷ আর জার্মানির সবচেয়ে গ্রাহ্য পত্রিকা ডেয়ার স্পিগেলের অনলাইন সংস্করণ আরও একধাপ এগিয়ে গিয়ে বলেছে, প্রথম পর্বের ভোটে সরকারি প্রেসিডেন্ট পদপ্রার্থী ভুল্ফের গরিষ্ঠতা না পাওয়াটা ম্যার্কেলের সর্বোচ্চ ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়৷ নিজের জোটকেই সংগঠিত করতে তিনি ব্যর্থ৷ বলছে ডেয়ার স্পিগেল৷

বিশেষজ্ঞরা কীভাবে দেখছেন ভুল্ফের নির্বাচনকে

বুধবার সারাদিনই জার্মানি সরগরম ছিল এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে৷ প্রথম দ্বিতীয় এবং অবশেষে তৃতীয় দফায় ভোটাভুটি গড়ানোর পর তৈরি হয়েছিল রীতিমত টানটান পরিস্থিতির৷ নির্বাচন চলাকালীনই আসতে থাকে একের পর এক মন্তব্য৷ বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির রাজনৈতিক বিশেষজ্ঞ অস্কার নিডেরমায়ারের মতে, সরকারের জোটকে প্রমাণ করতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন চ্যান্সেলর ম্যার্কেল৷ এই পরিস্থিতিতে তিনি আরও আস্থা হারাবেন অচিরেই৷ সংবাদসংস্থা এএফপি-র কাছে দেওয়া সাক্ষাত্কারে আর এক রাজনীতি বিশেষজ্ঞ নিলস ডিয়েডেরিচ বলেছেন, এই ফলাফল এবং এই পরিস্থিতি ম্যার্কেলের মানসিক পরাজয় এবং সম্মানহানি ঘটিয়েছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সাগর সরওয়ার