1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া শিশু পর্নোগ্রাফি ব্যবহার করবে পুলিশ

২২ নভেম্বর ২০১৯

শিশুদের প্রতি যৌনাসক্ত পেডোফিলদের ধরতে জার্মান পুলিশকে ভুয়া শিশু পর্নোগ্রাফির সহায়তা নেয়ার অনুমতি দেয়া হচ্ছে৷ বড়দিনের আগে সংসদে এ সংক্রান্ত আইন পাস হতে পারে৷

https://p.dw.com/p/3TX6J
ছবি: picture-alliance/dpa/P. Nissen

জার্মানির বিচারমন্ত্রী ক্রিস্টিন লামব্রেশ্ট বৃহস্পতিবার ডি ভেল্ট পত্রিকাকে বলেছেন, ‘‘অপরাধীদের শনাক্ত করার সব উপায় ব্যর্থ হলে ভবিষ্যতে তদন্তকারীরা কম্পিউটারে তৈরি শিশু পর্নোগ্রাফির সহায়তা নিতে পারবেন৷’’

শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো ব্যবহার করতে চাইলে নিবন্ধনের প্রয়োজন হয়৷ আর নিবন্ধিত হওয়ার শর্ত হিসেবে শিশুদের অশ্লীল ছবি বা ভিডিও আপলোড করতে হয়৷ সে কারণে তদন্তকারীরা চাইলেও পেডোফিলদের সম্পর্কে তথ্য পেতে ওয়েবসাইটে ঢুকতে পারেন না৷

এই সমস্যার সমাধান হিসেবে গত অক্টোবরে জার্মানির জোট সরকারের দুই দল আইন সংস্কারে সম্মত হয়েছিলেন৷ এরপর সেটি সাইবার গ্রুমিং আইনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে৷ এই আইন নিয়ে এখন সংসদে আলোচনা চলছে৷ ক্রিসমাসের আগে সেটি পাস হতে পারে৷

তবে জার্মানির সবুজ দল এই আইনের বিরোধিতা করছে৷ দলটির আইন বিশেষজ্ঞ সানান বায়রাম বলছেন, অপরাধ দিয়ে অপরাধের সঙ্গে লড়া ঠিক নয়৷ এভাবে ভুয়া শিশু পর্নোগ্রাফির ব্যবহার শুরু হলে ভবিষ্যতে এসব ওয়েবসাইটে ঢোকার শর্ত আরো কঠিন করা হতে পারে বলে আশঙ্কা তাঁর৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)