1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগরে বাংলাদেশি নিহত

আরাফাতুল ইসলাম১ সেপ্টেম্বর ২০১৫

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৪ বাংলাদেশি প্রাণ হারিয়েছে বলে ধারনা করা হচ্ছে৷ ইউরোপের বর্তমান শরণার্থী সংকটে মূলত সিরীয়দের আলোচনা হলেও বাংলাদেশিদের মৃত্যু এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে৷

https://p.dw.com/p/1GPaW
ছবি: Reuters/Y. Behrakis

লিবিয়া থেকে গত ২৮ আগস্ট সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শরণার্থী৷ আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো নিহতদের মধ্যে বাংলাদেশি থাকার কথা নিশ্চিত করেছে৷ আর ঢাকা থেকে প্রকাশিত ঢাকা ট্রিবিউন জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ২৪ বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে ধারনা করা হচ্ছে৷

নিহতদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে জানিয়েছে, ‘‘শুক্রবার ডুবে যাওয়া নৌকা দু'টিতে ৭৮ জন বাংলাদেশি ছিলেন৷ তাদের মধ্যে ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে৷''

উল্লেখ্য, লিবিয়াতে দীর্ঘ সময় ধরে অনেক বাংলাদেশি কাজ করছেন৷ কিন্তু সেদেশে গত কয়েকবছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে বাংলাদেশিরা অন্যত্র বিশেষ করে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন৷ সেখানকার শরণার্থী কেন্দ্রগুলোতেও অনেক বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে৷