1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগরে নিখোঁজ ৪৩ অভিবাসী, উদ্ধার ১২ বাংলাদেশি

৪ জুলাই ২০২১

ভূমধ্যসাগরে ১২০ জনের বেশি অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪৩ জন নিখোঁজ রয়েছেন৷ বাংলাদেশি নাগরিকসহ বাকিদের উদ্ধার করেছে টিউনিশিয়া৷

https://p.dw.com/p/3w0NN
সাম্প্রতিক সময়ে লিবিয়া ও টিউনিশিয়া থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ যাত্রা বেড়েছে৷ছবি: picture-alliance/ROPI/Cremaschi/Insidefoto

শুক্রবার টিউনিশিয়ার উপকূলবর্তী শহর জারজিস এর কাছে পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়৷ গত সপ্তাহের শুরুর দিকে লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে সেটি যাত্রা করেছিল৷  

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মুনজি সেলিম জানিয়েছেন, নৌকাটিতে ১২৭ জন অভিবাসী ছিলেন৷ কর্তৃপক্ষ ৮৪ জনকে উদ্ধারে সমর্থ্য হয়েছেন৷ এখনও নিখোঁজ রয়েছেন ৪৩ জন৷ টিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ৪৬ সুদানি, ১৬ ইরিত্রিয়ান, ১২ বাংলাদেশি ও পাঁচজন মিশরীয় রয়েছেন৷ তাদের বয়স তিন থেকে ৪০ এর মধ্যে৷ তবে নিখোঁজদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি৷

উদ্ধারকৃতদের জারজিস বন্দরে স্থানান্তর করা হয়েছে৷ টিউনিশিয়ার দক্ষিণে আশ্রয় কেন্দ্রগুলো এরইমধ্যে অভিবাসীতে পরিপূর্ণ হয়ে গেছে বলে জানান সেলিম৷

এর আগে ২৪ জুন টিউনিশিয়ার কোস্ট গার্ড সদস্যরা একটি ডুবন্ত নৌকা থেকে ২৬৭ অভিবাসীকে উদ্ধার করেছেন৷ এরমধ্যে ২৬৪ জনই ছিলেন বাংলাদেশি৷ 

সাম্প্রতিক সময়ে লিবিয়া ও টিউনিশিয়া থেকে সমুদ্রপথে যাত্রার প্রবণতা বেড়েছে৷ বিভিন্ন দেশের নাগরিকরা ইউরোপে আশ্রয়ের উদ্দেশ্যে এই ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচশ জনেরও বেশি৷ 

এফএস/এসএস (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য