1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্পের রেশ কাটিয়ে এখনও উঠতে পারেনি হাইতিবাসী

১৩ জানুয়ারি ২০১১
https://p.dw.com/p/zx3b

ঠিক এক বছর আগে এই দিনে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে হাইতিতে৷ রিশটার স্কেলে সাত মাত্রার সেই ভূকম্পন দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সকে একরকম গুঁড়িয়ে দেয়৷ প্রাণ হারায় কমপক্ষে ২৩০,০০০ মানুষ৷ ভয়ঙ্কর সেই ভূমিকম্পের এক বছর পর, হাইতির প্রতি সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বান-কি মুন৷ আর বিধ্বংসী সেই ভূমিকম্পের এক বছর পূর্তি উপলক্ষ্যে পোর্ট অফ প্রিন্সে নিহতদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল৷ ছবিতে সেই ভূমিকম্পেরই কিছু খণ্ডচিত্র...