1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেজাল মাদকের বিরুদ্ধে অভিযান যুক্তরাজ্যে

১০ আগস্ট ২০১০

যে সব জিনিস নেশার জন্য, তার অনেক আবার ব্যবহার হয় জীবন বাঁচাতেও৷ তাই এসব জিনিস কেনা-বেচাও হয়৷ তবে বৈধ জিনিসের কিছু এদিক সেদিক করে বিক্রি করে বেশ কামিয়ে নিচ্ছিলেন একদল ব্যবসায়ী৷ তাদের বিরুদ্ধেই নেমেছে যুক্তরাজ্য৷

https://p.dw.com/p/Ogdn
কোকেনে আসক্ত এই নারীছবি: picture alliance/KPA

ধরা যাক কোকেনের কথা, মাদক হিসেবে বাজারে এর দাম বেশ চড়া৷ আবার ওষুধের উপাদান হিসেবে এর ব্যবহার রয়েছে৷ এখন কোকেনের সঙ্গে বেনজোকেন বা লিডোকেন ব্যবহার করে তা কোকেন হিসেবে চালিয়ে আসছিলেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী৷ ১ কিলোগ্রাম বেনজোকেন ও লিডোকেন কিনতে খরচ হয় ১০ পাউন্ডের মতো৷ অন্যদিকে এ সঙ্গে কোকেন মিশিয়ে তা বিক্রি হয় প্রায় ৫০ হাজার পাউন্ড দরে৷ বেশ লাভজনক এই অবৈধ ব্যবসা ধরা পড়েছে সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সি-সকা'র অভিযানে৷ এই সংস্থাটি যুক্তরাজ্যে গুরুতর অপরাধ দমনে কাজ করে৷

Kokain
কোকেন পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরাছবি: picture alliance / landov

ছয় মাস বাজার পর্যবেক্ষণ করে তারা নিশ্চিত হয়েছে, কোনো কোনো ব্যবসায়ী এই ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন৷ মাদক হিসেবে এই কোকেনের খরিদ্দারও রয়েছে৷ বিশেষ করে, তরুণ-তরুণীরা৷ স্বল্প আয়ের এই মাদকসেবীরা কোকেন মনে করে যা কিনছেন, তাতে কোকেন থাকে সামান্যই৷ অনেক সময় থাকেই না৷ কিন্তু দাম কম, তাই মাদকসেবীদের কাছে এটা জনপ্রিয় হচ্ছে৷ যদিও এই মিশ্রণ স্বাস্থ্যের জন্য বেশ বিপজ্জনক৷

সকা'র কয়েকজন কর্মকর্তা গত মাসে সমুদ্র বন্দর ও বিমান বন্দরে অভিযান চালিয়ে ৮৩ ব্যারেল বেনজোকেন আটক করে৷ ওই আটকের ইতিবাচক প্রভাব তাৎক্ষণিকভাবে পড়েছিলো৷ এরপর গত পাঁচ সপ্তাহে বেনজোকেন আমদানি একেবারেই বন্ধ ছিল৷ বেনজোকেন ও লিডোকেন সাধারণ যুক্তরাজ্যে যায় ভারত ও চীন থেকে৷ দাঁতের চিকিৎসায় অর্থাৎ দাঁতকে অনুভূতিনাশক করতে, প্রাথমিক চিকিৎসার মলম তৈরিতে ও গলার স্প্রেতে এই ওষুধগুলো ব্যবহার করা বৈধ৷

একইভাবে ওষুধের অন্য উপাদানের সঙ্গেও সস্তা উপদান মিশিয়ে তা আসল উপাদানের দামে বিক্রি হওয়ার নজিরও খুঁজে পেয়েছেন সকা'র কর্মকর্তারা৷ তাই তারা এই অভিযানে নেমেছেন৷ বলছেন, তারা এই চক্রের হোতাদের খুঁজে বের করতে চেষ্টা করছেন৷ কয়েকজন অপরাধীকে বিচারের কাঠগড়ায়ও দাঁড় করানো হবে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: মনিরুল ইসলাম