1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেটরির ইঞ্জুরি নিউজিল্যান্ডের জন্যে এক ধাক্কা

৯ মার্চ ২০১১

বিশ্ব কাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড বড় বিজয় লাভ করেছে৷ কিন্তু এই খেলায় বড় ধরণের ইঞ্জুরির কবলে পড়েছেন ক্যাপ্টেন ড্যানিয়েল ভেটরি৷

https://p.dw.com/p/10VqH
ইঞ্জুরির কবলে পড়েছেন ক্যাপ্টেন ড্যানিয়েল ভেটরিছবি: UNI

তবে এই টুর্নামেন্ট নিয়ে কিউইদের দীর্ঘ আশায় ভেটরির ইঞ্জুরি তেমন কোন প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে৷ শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত পাকিস্তান- নিউজিল্যান্ড খেলায়, নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ১১০ রানের বড় বিজয় লাভ করে৷ দলনেতা ভেটরি একটি ক্যাচ ধরার চেষ্টা করার সময়ে হাঁটুতে আঘাত পান৷

নিউজিল্যান্ড দলের মুখপাত্র বলেছেন, পঞ্চম গ্রুপের খেলার জন্যে নিউজিল্যান্ড দল মুম্বইয়ে না পৌঁছানো পর্যন্ত ভেটরির ইঞ্জুরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে না৷ রবিবার গ্রুপের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ড খেলবে ক্যানাডার বিরুদ্ধে৷

Shahid Afridi
পাকিস্তানকে ১১০ রানে হারিয়েছে নিউজিল্যান্ডছবি: AP

ভেটরির অনুপস্থিতিতে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেন রস টেলর৷ তিনি বলেন, ‘‘ড্যানিয়েল দলের একজন প্রধান খেলোয়াড়৷ এই প্রতিযোগিতায় তাঁকে আমাদের আবারো প্রয়োজন৷'' রস বলেন, ‘‘যদিও ভেটরি বোলার হিসেবে একটি বলও করেননি, তবুও আমরা বিজয় লাভ করেছি৷ কিন্তু তিনি আমাদের দলের একটি বড় অংশ, আমরা কয়েকটি দিন সময় নেবো, আশা করি দুই অথবা তিনদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন৷''

নিউজিল্যান্ড দলের বোলিং লাইনে ভেটরি প্রধান স্পিনার৷ ভেটরিকে বাদ দিলে একমাত্র স্পিনার হিসেবে নিউজিল্যান্ড নাথান ম্যাককালামকে ব্যবহার করতে পারে৷ তবে এই বিষয়ে অভিজ্ঞ আরেকজন বাঁহাতি স্পিনার হলেন লিউক উডকক৷

তবে ইঞ্জুরির কারণে ভেটরি যদি প্রতিযোগিতা থেকে বাদ পড়েন, তাহলে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্ন হয়তো পূরণ হবে না৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন