1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিসের সেরা ছবি সোফিয়ার ‘সামহোয়্যার’

১২ সেপ্টেম্বর ২০১০

টেক্বা মেরে দিলেন সোফিয়া কাপোলা৷ ভেনিস উত্সবে সোফিয়ার ছবিই জিতে নিল সোনালী সিংহ৷ সেরা ছবির পুরষ্কার৷ আর সেরা নির্দেশক স্পেনের আলেক্স দে লা গ্লেসিয়া৷

https://p.dw.com/p/PA1H
পরিচালক সোফিয়া কাপোলাছবি: AP

সামহোয়্যার৷ কোথাও কখনো৷ হলিউডের তারকাসমৃদ্ধ জীবনের কোথায় যেন দীর্ঘায়িত ছায়া ফেলে আসলে বেঁচে থাকে শুধুই একাকীত্ব৷ সেই একাকীত্বের দুর্নিবার দেওয়াল ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বিধ্বস্ত করে দেয় বেঁচে থাকার প্রতিটি পল অনুপল৷ সোফিয়া কাপোলা সেই গপ্পোই তুলে এনেছেন এক বাপ আর এক মেয়ের জীবন থেকে৷ সেই ছবিই বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী চলচ্চিত্র উত্সবের সেরা ছবির পুরষ্কার জিতে নিল শনিবার সন্ধ্যায়৷ ছবির নাম সামহোয়্যার৷

সেরা ছবির পুরষ্কার ঘোষণা করতে গিয়ে এবারের জুরি প্রেসিডেন্ট তথা নামজাদা হলিউডি পরিচালক কোয়েনটিন টারানটিনোর ভাষণে উঠে এল কাপোলার ছবি দেখে তাঁর আবেগের কথাগুলি৷ টারানটিনো বললেন, ‘ছবিটা দেখতে শুরু করার প্রথম মুহূর্ত থেকে আমাদের সকলের হৃদয় জয় করে নিতে শুরু করেছিল সামহোয়্যার৷ তারপর সেই পছন্দ আরও বেড়েছে, ছবি দেখতে দেখতে আরও আরও মুগ্ধ হয়েছি আমরা৷'

এই মুগ্ধতা যে সত্যিই বাস্তব, তা বোঝা গেল সোফিয়ার হাতে পুরষ্কার তুলে দেওয়াতেই৷ অবশ্যি এই টারানটিনো আজকের নির্দেশক সোফিয়ার প্রাক্তন পুরুষবন্ধু৷ তবে তাতে কী! জুরিদের হয়ে তিনি তো আর একা সিদ্ধান্ত নেন নি!

ভেনিসে এবার সেরা নির্দেশকের পুরষ্কার সিলভার লায়ন বা রৌপ্যসিংহ পেলেন স্পেন আর ফ্রান্সের যৌথ প্রযোজনায় ‘এ স্যাড ট্রাম্পেট ব্যালাড' ছবির জন্য আলেক্স দে লা গ্লেসিয়া৷ অ্যামেরিকার মন্টে হেলম্যান তাঁর সারাজীবনের কাজের জন্য পেলেন বিশেষ সিংহ৷ জর্জি স্কোলিমভস্কি নির্দেশিত ‘এসেনসিয়াল কিলিং' ছবিটি পেয়েছে জুরিদের পুরষ্কার৷ এই ছবিরই নায়ক ভিনসেন্ট গাল্লো এবারের ভেনিসে সেরা অভিনেতার পুরষ্কার জিতে নিলেন৷ ইটালিয় ভাষায় যে পুরষ্কারের নাম কোপা ভোলপি৷ আর সেরা অভিনেত্রীর কোপা ভোলপি জিতেছেন গ্রিসের আরিয়েন লাবেড৷ তিনি যে ছবির নায়িকা সেই ‘আটেনবার্গ' ছবিটির নির্দেশিকা গ্রিসেরই আথিনা ব়্যাচেল সাগারি৷

এর বাইরে সেরা চিত্রগ্রাহকের পুরষ্কার জিতেছেন রুশ ছবি ‘সাইলেন্ট সোল'-এর ক্যামেরাম্যান মিখাইল ক্রিচমান৷ আর সেরা চিত্রনাট্যকারের পুরষ্কারও জিতে নিয়েছেন রৌপ্যসিংহ বিজয়ী আলেক্স দে লা গ্লেসিয়া৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক