1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেরডার ব্রেমেন

২০ আগস্ট ২০১০

গত বছর বুন্ডেসলিগায় তৃতীয় হয়েছিল ভেরডার ব্রেমেন৷ জার্মানির ব্রেমেন শহরে ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি সম্প্রতি বুন্ডেসলিগায় বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে, যার প্রমাণ ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জয়৷

https://p.dw.com/p/OsCA
Logo SV Werder Bremen
ভেরডার ব্রেমেনের লোগোছবি: DPA

গতবারও বেশ খেলা দেখিয়েছেন কোচ থমাস শাফের ছেলেরা৷ বুন্ডেসলিগ শুরুর আগে এক সাক্ষাতকারে এই কোচ বলেছেন, এবারের মৌসুমে সাফল্য পেতে তারা মরিয়া৷ এবং সেজন্য কঠোর পরিশ্রমও করছেন তারা৷ বিশেষ করে দলে একঝাক তরুণ মুখ ও তাদের তারুণ্যদীপ্ত খেলা দলটিকে বেশ এগিয়ে দিয়েছে৷ কোচ শাফ জানিয়েছেন যে দলে সুযোগ পাওয়ার জন্য তাঁর খেলোয়াড়দের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বীতা হয়৷

ভেরডার ব্রেমেনের মূল শক্তি তাদের মধ্যমাঠ৷ তবে সেখানের মূল খেলোয়াড় মেসুত ওজিল ইতিমধ্যে পাড়ি দিয়েছেন স্পেনের রিয়াল মাদ্রিদে৷ ফলে মধ্যমাঠের শক্তি অনেকটাই খর্ব হয়েছে৷ তবে এরপরও রয়েছেন টর্সটেন ফ্রিংস৷ অন্যান্য খেলোয়াড়েদেরও পারফরমেন্স কেমন হয়, তার ওপর দলের সফলতা নির্ভর করছে৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - টিম ভিজে, রক্ষণভাগ - সেবাস্টিয়ান বোয়েনিশ, নাল্ডো, পের মের্টেজাকার, ক্লেমেন্স ফ্রিট্জ, মধ্যমাঠ - মার্কো মারিন, মেসুত ওজিল, টর্সটেন ফ্রিংস, টিম বরোভস্কি, মার্কো আর্নাওতোভিচ, আক্রমণভাগ - ক্লদিও পিজ্জারিও৷

তারকা খেলোয়াড় : টর্সটেন ফ্রিংস৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৫-১

কোচ : থমাস শাফ

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ