1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভের্ডা ব্রেমেন-লেভারকুজেন ২-২ গোলে ড্র

২২ ফেব্রুয়ারি ২০১০

শেষ মুহূর্তের নাটকীয় গোলের ফলে ভের্ডার ব্রেমেনের সাথে ড্র হলো শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের৷ আর তাতেই বায়ার্ন মিউনিখের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে যাওয়ার স্বপ্ন ভেস্তে গেছে টানা ২৩ ম্যাচে অপরাজিত লেভারকুজেনের৷

https://p.dw.com/p/M7RT
প্রথম গোলের পর লেভারকুজেনের খেলোয়াড়দের উল্লাসছবি: AP

অবশ্য বায়ার্ন মিউনিখের সাথে পয়েন্টে সমতা থাকলেও গোলের বিবেচনায় এক ধাপ এগিয়েই রয়েছে ইয়ুপ হাইনকেসের দল৷ শনিবার নুরেমবার্গের সাথে ১-১ গোলে ড্র করার পর বায়ার্ন মিউনিখের ঝুলিতে ৪৯ পয়েন্ট৷ আর রবিবার ভের্ডার ব্রেমেনের সাথে ২-২ গোলে ড্র হওয়ায় লেভারকুজেনেরও সংগ্রহ সমান সমান৷

ব্রেমেনের মাঠে রবিবার ২৯ মিনিটেই এরেন ডের্ডিওকের গোলে এগিয়ে যায় লেভারকুজেন৷ কিন্তু মাত্র পাঁচ মিনিট পরেই খেলায় সমতা আনেন পেরুর স্ট্রাইকার ক্লাউদিও পিসারো৷ তবে ৫৭ মিনিটে টনি ক্রুজের গোলে আবারও এগিয়ে যায় লেভারকুজেন৷ আর খেলার নাটকীয় ফল আসে ইনজুরি টাইমে পেয়ার মের্টেজাকেরের গোলের মধ্য দিয়ে৷

লেভারকুজেনের স্টেফান কিসলিং ১৩টি গোলের সুবাদে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার আসনটি ধরে রাখলেও রবিবারের সূচনার গোলটির ফলে তালিকার তৃতীয় স্থানটি এখন সুইশ স্ট্রাইকার এরেন ডের্ডিওকের দখলে৷ তাঁর কৃতিত্ব এ পর্যন্ত ১১টি গোলের৷ আর ১২টি গোল দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শাল্কের কেভিন কুরানি৷

Bundesliga Werder Bremen - Bayer Leverkusen Flash-Galerie
ভের্ডা ব্রেমেন এবং বায়ার লেভারকুজেনের মধ্যে খেলার একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: AP

দিনের অপর খেলায় ভোল্ফসবুর্গের কাছে ২-১ গোলে হেরেছে শাল্কে৷ ভোল্ফসবুর্গের এই বিজয়ের পুরো কৃতিত্ব ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্রাফিতের৷ খেলার ৭১ এবং ৭৭ মিনিটের দু'টি গোলই করেন ৩০ বছর বয়সি তারকা স্ট্রাইকার গ্রাফিত৷ ফলে ৩০ মিনিটে কেভিন কুরানির সূচনার গোলটি সত্ত্বেও হার মানতে হয়েছে শাল্কেকে৷ আর তাতে শীর্ষে থাকা লেভারকুজেন এবং বায়ার্ন মিউনিখের চেয়ে ৪ পয়েন্ট পেছনে পড়ে গেছে শাল্কে৷

অবশ্য রবিবার ভক্তদের একটু স্বস্তির ছোঁয়া এনে দিল চলতি মৌসুমে নিচের দিক থেকে সেরা দল হের্থা বার্লিন৷ ৩-০ গোলে ফ্রাইবুর্গকে হারিয়ে হের্থা বার্লিনের অর্জন মাত্র ১৫ পয়েন্ট৷ ২৮ মিনিটে আদ্রিয়ান রামোস এবং ৩৫ ও ৫৭ মিনিটে সিসেরো সান্তোসের গোলেই এই মৌসুমের তৃতীয় জয় ভাগ্যে জুটেছে বার্লিনের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী