1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোঁদড় রক্ষার লড়াই

৯ অক্টোবর ২০১৯

গোটা ভারত বর্ষেই নদী অঞ্চলে একসময় ভোঁদড় ছিল পরিচিত এক প্রাণী৷ ভোঁদড় দিয়ে মাছ শিকার করার দৃশ্যও খুব বেশিদিন আগের নয়৷ কিন্তু খুব দ্রুত এই প্রাণীটি বিদায় নিচ্ছে৷ এখন ভোঁদড়ের দেখা মেলা ভার বাংলাদেশতো বটেই এমনকি ভারতেও৷ প্রাণীটি বিলুপ্তির হাত থেকে রক্ষায় ২০১৪ সাল থেকে কাজ করছে ভারতের ‘ওয়াইল্ড অটার রিসার্চ’ নামের একটি সংগঠন৷

https://p.dw.com/p/3QvAa