1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোপালের মানুষ কাঠগড়ায় তুলতে চায় অর্জুন সিংকে

১৫ জুন ২০১০

ভোপাল গ্যাস দুর্ঘটনার পর ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান ওয়ারেন এ্যান্ডার্সনকে পালাবার সুযোগ করে দেবার জন্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুনকে খলনায়ক বলে মনে করছেন ভোপালের মানুষজন৷

https://p.dw.com/p/NrRr
ভোপাল, ১৯৮৪ছবি: AP

তাই স্থানীয় আদালতে তাঁর বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ দায়ের করেছেন কিছু ব্যক্তি ও সংগঠন৷

১৯৮৪-তে মধ্যপ্রদেশের ভোপালে মার্কিন শিল্প সংস্থা ইউনিয়ন কার্বাইডের কীটনাশক কারখানায় দুর্ঘটনার পর সংস্থার তৎকালীন প্রধান ওয়ারেন এ্যান্ডার্সনের ভোপাল থেকে পালানো সম্ভব ছিল না – তাও সরকারি বিমানে, যদি না সে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্জুন সিং তাঁকে সাহায্য না করতেন৷ আদালতে জবাবদিহির করা জন্য বর্তমানে সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে স্থানীয় আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন ভোপালের আইনজীবী ফুরখান খান৷ পৃথক মামলা দায়ের করেন তিনি তৎকালীন জেলা কালেক্টর মোতি সিং এবং পুলিশ সুপার স্বরাজ পুরীর বিরুদ্ধে৷ আদালত শুনানির দিন ধার্য করেছেন ২৯শে জুন৷

এদের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ রুজু করেছেন ভোপাল গ্যাস পীড়িত মহিলা উদ্যোগ সংস্থার আহ্বায়ক আব্দুল জব্বর৷ শুনানির দিন পড়েছে ২৪শে জুন৷ অভিযোগের শুনানির পর আদালত স্থির করবেন অভিযোগের যথার্থতা কতটা৷ বেআইনিভাবে এ্যান্ডারসনকে যেতে দেবার জন্য অনুরূপ অভিযোগ দায়ের করেন ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক শৈলেন্দ্র শাইলি৷

Arjun Singh - Indischer Bildungsminister
অর্জুন সিং (ফাইল ফটো)ছবি: AP

এ্যান্ডারসনের পালানোর বিষয়ে নেহেরু-গান্ধি পরিবারের একান্ত অনুগত অর্জুন সিং এখনও কোন কথা বলেননি৷ বর্তমানে তিনি নতুনদিল্লিতে আছেন সাংসদের সরকারী বাংলোতে৷ রাজনৈতিক বিরোধী দলের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর নির্দেশেই অর্জুন সিং এ্যান্ডারসনকে চলে যেতে সাহায্য করেন৷ অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় মনে করেন, গ্যাস দুর্ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা ভেবে অর্জুন সিং সম্ভবতঃ এ্যান্ডারসনকে যেতে দেন৷

প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি নিয়ে জনক্ষোভ লক্ষ করে মন্ত্রীগোষ্ঠীকে আর ৯দিনের মধ্যে এবিষয়ে রিপোর্ট দিতে বলেছেন৷

ভোপাল মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান পদ থেকে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এ.এইচ আহমাদির ইস্তফা দাবি করেন ভোপালের নাগরিক সমাজ৷ ইউনিয়ন কার্বাইডের ক্ষতিপূরণের টাকায় সুপ্রীম কোর্টের নির্দেশে ঐ হাসপাতাল নির্মিত হয়৷ আহমাদির বিরুদ্ধে অভিযোগ মামলাটিকে লঘু করার জন্য নির্দেশ তিনিই৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন